বাংলা নিউজ >
টুকিটাকি > Best 10 Pujas Of Kolkata: হাতে মাত্র দু'দিন! কলকাতার এই সেরা ১০ পুজো না দেখা হলে ঘুরে আসুন চটজলদি
Best 10 Pujas Of Kolkata: হাতে মাত্র দু'দিন! কলকাতার এই সেরা ১০ পুজো না দেখা হলে ঘুরে আসুন চটজলদি Updated: 12 Oct 2024, 02:01 PM IST Sanket Dhar Durga Puja 2024 Best 10 Pujas Of Kolkata: হাতে আর বেশি দিন নেই। অনেকেই হয়তো মিস করে গিয়েছেন কলকাতার এবারের সেরা পুজোগুলি। দেখে নিন কোন কোনগুলি এর মধ্যেই দেখে ফেলতে হবে। 1/11 আজ তিথি মতে বিজয়া দশমী। আর দুয়েকদিনের মধ্যেই বিসর্জন হবে বিভিন্ন মণ্ডপের প্রতিমা। কলকাতার এই সেরা পুজোগুলি এখনও দেখা না হয়ে থাকলে অবশ্যই দেখে নিন। (ছবি সৌজন্য় - ফেসবুক) 2/11 আহিরীটোলা সর্বজনীন: ‘খেয়ালসেতুর বৈতরণী’ আহিরীটোলা সর্বজনীনের এবারের থিম। এই থিমের মাধ্যমে টাইম ট্রাভেলের অনুভূতি ফুটিয়ে তুলেছেন শিল্পী অনির্বাণ দাস। (ছবি সৌজন্য - ফেসবুক) 3/11 হাতিবাগান সর্বজনীন: হাতিবাগান সর্বজনীনের এবারের থিম ‘প্রকরণ’। শিল্পী সুশান্ত পালের হাতে উত্তর কলকাতার ঐতিহ্য ধরে রাখার বার্তা দিচ্ছে এই পুজো। (ছবি সৌজন্য - ফেসবুক) 4/11 ঠাকুরপুকুর এসবি পার্ক সর্বজনীন: শৈশবের রঙ পেনসিল আর প্যাস্টেলে ফুটে উঠেছে গোটা মণ্ডপ। শিল্পী পূর্ণেন্দু দে ফুটিয়ে তুলেছেন খুদেদের বর্তমান শৈশবের কথা, ‘আমাদের দুগ্গা মা’ থিমে। (ছবি সৌজন্য - ফেসবুক) 5/11 বেহালা ক্লাব: সুন্দরবনের মানুষদের বিভিন্ন জীবিকার ছবি তুলে ধরা হয়েছে ‘আরণ্যক’ থিমে। কাজ করতে গিয়ে বাঘের কবলে অনেকে প্রাণও হারান। সেই চিত্রপটই অসাধারণ আবহ ও থিমের মাধ্য়মে ফুটিয়ে তুলেছেন শিল্পী প্রদীপ দাস। (ছবি সৌজন্য - ফেসবুক) 6/11 জলের মূল্য বুঝিয়ে দেয় ভবতোষ সুতারের এই বিশেষ থিম বারিবিন্দু। জলের আওয়াজ দিয়ে ঢাকের শব্দ সৃষ্টি করা হয়েছে সল্টলেক একে ব্লক সর্বজনীনের এই পুজোয়। (ছবি সৌজন্য - ফেসবুক) 7/11 রাজডাঙা নব উদয় সংঘ: প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে দিন দিন। এবার সেই প্রকৃতিকে রক্ষা করার জন্যই নয়া বার্তা দিচ্ছে রাজডাঙা নব উদয় সংঘ। শিল্পী শুভময় সিনহার নৈপুণ্য ফুটে উঠেছে এই শিল্প। (ছবি সৌজন্য - ফেসবুক) 8/11 আলিপুর সর্বজনীন: থিম ‘সং কল্প’। সং অর্থাৎ বহুরূপী ও কল্প অর্থাৎ রূপ। বাংলার লোকশিল্প বহুরূপীর কাহিনিই ফুটিয়ে তুলেছে আলিপুর সর্বজনীন। শিল্পী অনির্বাণ দাসের ভাবনায় এবার দেখা যাবে জীবন্ত দুর্গা। (ছবি সৌজন্য - ফেসবুক) 9/11 লালাবাগান নবাঙ্কুর: শিল্পী প্রশান্ত পালের ছোঁয়ায় লালাবাগান নবাঙ্কুরের এবারের থিম ‘লালাবাগানে নবাঙ্কুর’। প্রকৃতিভাবনাকে ফুটিয়ে তুলতে ৭৫০ চারাগাছ ব্যবহার করে দর্শকহৃদয় জয় করে নিয়েছে এই পুজো। বর্তমান বিশ্বের পরিস্থিতির নিরিখে তাই উত্তর কলকাতার অন্যতম সেরা পুজো লালাবাগান নবাঙ্কুর। (ছবি সৌজন্য - ফেসবুক) 10/11 দমদম তরুণ দল: ‘সাদা ও নীল’ ছিল দমদম তরুণ দলের এবারের থিম। এই থিমের কেন্দ্রে ছিল মসলিন কাপড় ও নীল বিদ্রোহের ইতিহাস। তাই এই দুই রঙকে বেছে নিয়েছেন শিল্পী প্রদীপ দাস। (ছবি সৌজন্য - ফেসবুক) 11/11 কাশী বোস লেন: শিল্পী রিন্টু দাসের ছোঁয়ায় ‘রত্নগর্ভা’ থিম ফুটিয়ে তুলেছে কাশী বোস লেন। নারী উন্নয়নের লক্ষ্যে রাজা রামমোহন রায় থেকে প্রবাদপ্রতিম ব্যক্তিত্বদের আন্দোলনকে ফুটিয়ে তুলেছে এই পুজো। (ছবি সৌজন্য - ফেসবুক)