পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > শান্তি, সম্প্রীতি ফিরে আসুক আবার, বিজয়া দশমীতে প্রিয়জনদের জানান দিনটির শুভেচ্ছা
Durga Puja 2024 Bijoya Dashami Wishes: বিজয়া দশমী মানেই মায়ের শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার দিন। এই দিনবিসর্জনের পর মিষ্টিমুখ করার রীতি রয়েছে। ছোটরা বড়দের প্রণাম করে। বড়রা ছোটদের আশীর্বাদ করেন। আর বন্ধুদের মধ্যে হয় প্রীতি বিনিময়। যাদের এই দিন সরাসরি শুভেচ্ছা জানাতে পারছেন না, তাদের অনলাইনে শুভেচ্ছাবার্তা পাঠিয়ে দিতেই পারেন। বেছে নিতে পারেন এখান থেকেই।
- বিজয়া দশমীর এই শুভ উপলক্ষ্যে তোমাকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আপনি ও আপনার পরিবার যেন নীরোগ থাকে। সবসময় মায়ের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক। শুভ বিজয়া।
- বিজয়া দশমী আপনার জীবনে সাফল্য় ও আনন্দ দুইই বয়ে আনুক। জীবন মানে সেখানে নানা বাধা আসবেই। সেই বাধাগুলি পেরিয়ে এগিয়ে যাওয়ার শক্তি দিক মা। শুভ বিজয়া।
- বিজয়া দশমী মানে সবকিছু ভুলে ভালোবাসা আর শুভকামনার মধ্যে দিয়ে কাছাকাছি আসা। তাই এই দিনে আপনার বাড়িতে শান্তি ও সম্প্রীতি আসুক। শুভ বিজয়া।
আরও পড়ুন - Mahishadal Rajbari Puja: প্রতিপদ থেকেই পুজোর রীতি, এই রাজবাড়িতে পর্যটকদের জন্য রয়েছে থাকার বন্দোবস্ত
- সুখ, স্বাস্থ্য ও সমৃদ্ধি, এই তিনটি হল আমাদের জীবনের অন্যতম কাঙ্খিত বস্তু। মা আপনাকে এই তিন ধনে ধনী করুক। শুভ বিজয়ার অসংখ্য শুভেচ্ছা ও প্রীতি জানাই।
- মায়ের আশীর্বাদ চিরকাল যেন আপনার উপর বর্ষিত হয়। দশভুজা যেন আপনার পরিবারকে সুরক্ষিত রাখেন। মঙ্গল করেন। শুভ বিজয়ার অনেক প্রীতি ও অভিনন্দন জানাই আপনাকে।
- আজ দশমী সিঁদুর খেলা, মায়ের এবার ফেরার পালা, চোখের জলে বিদায় বলা। আসছে বছর আবার মা আসবেন আমাদের ঘরে। শুভ বিজয়া দশমী।
- শুভ বিজয়া দশমী। ছোটদের ভালোবাসা, বন্ধুদের প্রীতি ও বড়দের প্রণাম জানাই। সকলকে শুভ বিজয়া।
আরও পড়ুন - Durga Puja At Times Square: টাইমস স্কোয়ারে পৌঁছে গেল বাঙালির দুর্গা পুজো, নেটদুনিয়ায় ভাইরাল উৎসবের ঝলক
- ভালো থাকা ভালোবাসা, ভালো মনে কিছু আশা, বেদনাকে দূরে রাখা, সুখস্মৃতি ফিরে দেখা, বন্ধন থেকে বরণডালা, বিজয়া মানে এগিয়ে চলা। শুভ বিজয়ার অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা।
- দেখতে দেখতে চলেই এল দশমী। আজ মাকে বিদায় জানানোর দিন। তবে একই সঙ্গে শুরু হবে অপেক্ষা। মায়ের জন্য বছরভর অপেক্ষা। শুভ বিজয়া।
- বিজয়া দশমী মানেই মনভার করা অবস্থা । ‘আসছে বছর আবার হবে’ এই আশা নিয়ে শুরু হয় এক বছরের অপেক্ষা। শুভ বিজয়া।