Durga Puja 2024: শহর কলকাতার পুজোর পাশাপাশি এখন নজর কাড়ছে গ্রামের পুজোও। বর্ধমান শহরে সর্বমিলন সংঘের পুজোও তাদের অন্যতম। এই পুজোর উদ্যোক্তাদের কথায়, কোনওবারই তারা বাজেট ঠিক করে প্রস্তুতিতে নামেন না। কারণ প্রতিবারই বাজেট ছাড়িয়ে যায় পুজোর খরচ। এবারও নাকি তাই হচ্ছে। তবে শুধু এটুকু নয়। প্রতিবার থিমের অভিনবত্বেই হোক বা পুজোর আয়োজনেই হোক, কিছু না কিছু ক্ষেত্রে বাজিমাত করবেই সর্বমিলন সংঘের এই পুজো। এবারেও তাঁর ব্যাতিক্রম হবে না বলেই জানাচ্ছেন আত্মবিশ্বাসী পুজো উদ্যোক্তা বিশ্বজিৎ মণ্ডল।
সর্বমিলন সংঘের পুজোর থিম মাতা বৈষ্ণোদেবী
সর্বমিলন সংঘের (Burdwan Sarvamilan Sangha Club) এবারের পুজোর থিম মাতা বৈষ্ণোদেবী। জোর কদমে চলছে মন্ডপ তৈরির প্রস্তুতি। সর্বমিলন সংঘের পুজো কমিটির সম্পাদক বিশ্বজিৎ মন্ডলের দাবি, এবারে গোটা বর্ধমান শহরের নজর কাড়বে এই মন্ডপ। বৈষ্ণোদেবীর মন্দিরের পাশাপাশি আরও বেশ কিছু চমক থাকছে এবারের মণ্ডপে। চলতি বছর পুজোর বাজেট কত? পুজো কমিটি জানাচ্ছে, এবারে তাদের বাজেট ৭০ থেকে ৮০ লক্ষ টাকা। তবে তার পাশাপাশি এও সত্যি যে, সবসময় বাজেটের ঠিক থাকে না। কারণ বেশিরভাগ সময়েই বাজেট আমাদের বেশি হয়।
আরও পড়ুন - Durga Puja 2024: কন্যারূপে মা এসেছিলেন শাঁখা কিনতে, স্বপ্নাদেশ পেয়েই শুরু হয় মালদার এই পুজো
ত্রিকুট্টা পাহাড়ের মন্দিরের আদলে থিম
জম্মু-কাশ্মীরের ত্রিকুট্টা পাহাড়ে অবস্থিত মাতা বৈষ্ণোদেবীর মন্দির। পুণ্যার্থীদের কাছে এই মন্দির বরাবরই আকর্ষণের। এবার সেই মন্দিরের আদলই উঠে আসছে বর্ধমানের পুজোয় (Durga Puja 2024 Theme)। বিশ্বজিৎ জানাচ্ছেন, নিম্নচাপের জেরে মাঝে কয়েকদিন পুজোর কাজ স্থগিত ছিল। কিন্তু ফের পুরোদমে শুরু হয়েছে মণ্ডপের কাজ।
আরও পড়ুন - Durga Puja 2024: এবার কি অষ্টমী আর নবমী এক দিনে? জেনে নিন ষষ্ঠী থেকে দশমী সমেত দুর্গাপুজোর দিনক্ষণ
মন্দিরের থিমে হচ্ছে বেশ কিছু পুজো
শুধু বর্ধমানের সর্বমিলের সংঘের পুজোই নয়, ভারতের বিখ্যাত মন্দিরের আদলে এই বছর বেশ কিছু পুজোর থিম ভাবা হয়েছে। তার মধ্যে অন্যতম হল কলকাতার বিখ্যাত পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। এই পুজোয় এই বছর থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে দক্ষিণ ভারতের তিরুপতি মন্দিরকে। সেই মন্দিরের আদলেই গড়া হচ্ছে পুজোর গোটা থিম। শ্রীভূমির মতোই বর্ধমানের এই বিখ্যাত পুজো বেছে নিয়েছে বৈষ্ণোদেবী মন্দিরের থিম। থিমে আর কী কী চমক থাকছে, তা আপাতত গোপন রেখেছেন উদ্যোক্তারা। তবে দর্শকদের জন্য বড় চমক রয়েছে বলেই জানাচ্ছে পুজো কমিটি।