পুজো (Durga Puja 2024) মানেই আটপৌরে শাড়ি, সাবেকি সাজ এবং ভারী গয়না। যদিও এই সাজ সব থেকে বেশি লক্ষ্য করা যায় বনেদি বাড়ির পুজোয়। আলমারিতে তুলে রাখা সোনা, রুপোর গয়না সারা বছর পর পুজোর এই কটা দিনেই বের করেন বাড়ির মহিলারা। তাই উৎসবের মরশুমে জেনে নিন কীভাবে পুরনো গয়নার চাকচিক্য ফিরিয়ে আনবেন (Clean Your Old Jewellery) সহজে।
সোনার গয়না: বনেদি বাড়ির পুজোয় বাড়ির মা কাকিমারা পরে থাকেন সোনার গয়না। এই সোনার গয়নার জেল্লা ফেরাতে একটি বাটিতে উষ্ণ জল এবং কয়েক ফোঁটা তরল ডিটারজেন্ট মিশিয়ে রেখে দিন। এবার গয়নাগুলি ওই বাটিতে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। নরম টুথ ব্রাশ দিয়ে হালকা করে ঘষে নিলেই গয়না চকচকে হয়ে যাবে।
(আরও পড়ুন: পুজোর আগে মাথা ভর্তি চুল চান? ট্রাই করুন এই তিন তেল, হাতেনাতে পাবেন রেজাল্ট)
এ তো গেল তুলে রাখা গয়নার কথা। যদি প্রতিদিনের সোনার গয়না কালচে হয়ে যায় তাহলে সেটি পরিষ্কার করার জন্য আপনার দরকার খাবার সোডা এবং কয়েক ফোঁটা তরল সাবান। একটি পাত্রে সোডা এবং তরল সাবান মিশিয়ে গয়নাগুলি কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিন। কয়েক মিনিট বাদে সুতির নরম কাপড়ে গয়না মুছে নিলেই আপনার প্রত্যেক দিনের সোনার গয়নাও চকচকে হয়ে যাবে।
রুপোর গয়না: বাড়িতে যদি অ্যালুমিনিয়াম ফয়েল থাকে তাহলে রুপোর গয়না চকচকে হয়ে যাবে নিমেষে। একটি পাত্রে অ্যালুমিনিয়াম ফয়েল রেখে তার ওপর রুপোর গয়না রাখুন। এবার দু'চামচ বেকিং সোডা, হাল্কা উষ্ণ গরম জলে মিশিয়ে গয়নার ওপর ঢালুন। আধঘন্টা ভিজিয়ে রাখার পর আলতো হাতে গয়না পরিস্কার করলেই চকচকে হয়ে যাবে রুপোর গয়না।
(আরও পড়ুন: ১ বা ২ না,১৬টি বনেদি পুজো নিয়ে মুর্শিদাবাদের এই গ্রাম হয়ে উঠেছে ‘দুর্গা গ্রাম’… ঠিকানা পাঁচথুপি)
মুক্তোর গয়না: অনেকেই আছেন মুক্তোর গয়না পরতে ভীষণ ভালোবাসেন। মুক্তোর গয়না পরিষ্কার করার জন্য উষ্ণ জলে কয়েক ফোঁটা শ্যাম্পু মিশিয়ে নিয়ে একটি পাত্রে রাখতে হবে। এরপর মেকাপের ব্রাশ ওই মিশ্রণে ডুবিয়ে ধীরে ধীরে গয়না পরিষ্কার করতে হবে। তবে খেয়াল রাখবেন মুক্তোর গায়ে যেন একটুও আঁচড় না লাগে।
হীরের গয়না: প্রথমে চার কাপ জলে এক চা চামচ সমান মাইল্ড শ্যাম্পু গুলে রাখুন। এরপর হীরের গয়না ২০ মিনিটের জন্য ওই মিশ্রণটিতে ডুবিয়ে রেখে দিন। জল থেকে তুলে নরম ব্রাশ দিয়ে ধীরে ধীরে গয়না থেকে ময়লা তুলে নিন। এরপর পরিষ্কার জলে ধুয়ে একটি নরম সুতির কাপড় দিয়ে গয়না মুছে নিলেই চকচকে হয়ে যাবে আপনার হীরের গয়না।