Durga Puja 2024: দেখতে দেখতে পেরিয়ে গেল মহালয়া। আর কয়েকটা দিন গেলেই শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গা পুজো। সব বাঙালির এই পার্বণের প্রস্তুতি প্রতি বছরের মতোই প্রায় শেষের পথে। তবে এই বছরের দুর্গা পুজো অন্যবারের তুলনায় কিছুটা হলেও আলাদা। কারণ এই বছর অষ্টমী ও নবমী তিথি পড়েছে একই দিনে। তাছাড়া তিথি শুরু ও ছাড়ার সময়টাও গতবারের পুজোগুলির তুলনায় একটু আলাদারকমের। কবে কোন দিনের পুজো জেনে নেওয়া যাক।
পূজারম্ভ কবে থেকে ?
আগামী সপ্তাহের মঙ্গলবার অর্থাৎ ৮ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে দুর্গা পুজো। দেবীর বোধন থেকে বিসর্জন পর্যন্ত সব তথ্যই চলতি বাংলা বছরের পাঁজিতে উপলব্ধ। সেই নির্ঘণ্ট অনুযায় জেনে নেওয়া যাক কবে কোন দিনের পুজো অনুষ্ঠিত হতে চলেছে। পুজোর তারিখ ছাড়াও জেনে নেওয়া যাক লগ্ন, তিথি সংক্রান্ত অন্যান্য জরুরি বিষয়গুলিও।
আরও পড়ুন - Durga Puja 2024: কন্যারূপে মা এসেছিলেন শাঁখা কিনতে, স্বপ্নাদেশ পেয়েই শুরু হয় মালদার এই পুজো
পুজো কোন কোন তারিখে ?
আগামী ১০ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পুজোর মূল পর্ব। অর্থাৎ এই দিনই মহাসপ্তমী। অন্য বছর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মোট পাঁচদিন পুজো থাকে। এই বছর পুজো চারদিন হলেও তারিখগুলি একটু গোলমলে। যেমন ৮ তারিখ বোধন হলেও ষষ্ঠী পড়ছে ৯ তারিখ। ১০ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার মহাসপ্তমী। ১১ তারিখ অর্থাৎ শুক্রবার মহাষ্টমী। ওই দিনই পড়ছে মহানবমী। নবমীর পুজো শেষ হবে পরদিন ভোরে। পঞ্জিকা মতে, ১২ অক্টোবর বিজয়া দশমী।
কিন্তু বেশ কিছু বারোয়ারী পুজো ৪ দিন ধরেই। অর্থাৎ মহাসপ্তমী থেকে বিজয়াদশমী পর্যন্ত পালন করা হচ্ছে চারদিনেই। বেলুড় মঠের পুজোও সেই চার দিনের তারিখ মেনেই পালন করা হচ্ছে। দেখে নেওয়া যাক, সেই হিসাবে নির্ঘণ্টটা ঠিক কেমন।
আরও পড়ুন - Durga Puja 2024: দেবীর আত্মপরিচয়ই সভ্যতার উৎসমুখ, কালজুড়ে ছড়িয়ে থাক ‘তাঁর’ উদযাপন
শারদীয়া দুর্গাপুজোর নির্ঘণ্ট (বেলুড় মঠ মতে)
- বোধন: ৮ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
- মহাপঞ্চমী: ৮ অক্টোবর। ২১ আশ্বিন। মঙ্গলবার।
- মহাষষ্ঠী: ৯ অক্টোবর। ২২ আশ্বিন। বুধবার। কল্পারম্ভ: সকাল ৬।৩০, আমন্ত্রণ এবং অধিবাস: সন্ধ্যা ৬।৩০
- মহাসপ্তমী: ১০ অক্টোবর। ২৩ আশ্বিন। বৃহস্পতিবার। পুজো আরম্ভ: ভোর ৫।৩০ থেকে
- মহাষ্টমী: ১১ অক্টোবর। ২৪ আশ্বিন। শুক্রবার। মহাষ্টমীর পুজো আরম্ভ: ভোর ৫।৩০ থেকে। কুমারী পুজো: সকাল ৯।০০ থেকে শুরু। সন্ধিপুজো: সকাল ১১।৪৩ থেকে দুপুর ১২।৩১-এর মধ্যে।
- মহানবমী: ১২ অক্টোবর। ২৫ আশ্বিন। শনিবার। পুজো আরম্ভ: ভোর ৫।৩০ থেকে। হোম: সকাল ৯।৪৫।
- বিজয়াদশমী: ১৩ অক্টোবর। ২৬ আশ্বিন। রবিবার। পুজো আরম্ভ: ভোর ৬।৩০ থেকে। বিসর্জন: ৬।৪৫ থেকে।