অনেকেই আছেন যারা দুর্গা পুজোয় প্রত্যেকদিন প্যান্ডেল হপিং করেন না, বরং বাড়িতে বসে সপরিবারে বা বন্ধুর সঙ্গে আড্ডা মারতেই ভালোবাসেন তাঁরা। এবারের পুজোতেও যদি তেমন কিছু প্ল্যান থাকে তাহলে আগেভাগে জেনে নিন কীভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন নিজের লিভিং রুম।
কেন্দ্রবিন্দু: লিভিং রুম অর্থাৎ বৈঠকখানার কেন্দ্রবিন্দু কোনটি সেটি প্রথমে খুঁজে বের করতে হবে আপনাকে। এরপর তার সঙ্গে মিলিয়ে আসবাবপত্র সাজাতে হবে আপনাকে। যেমন ধরুন, আপনার ঘরের দেওয়ালের রঙ খুব হালকা, তাহলে তার সঙ্গে তাল মিলিয়েই আপনাকে আসবাবপত্রের রঙ বেছে নিতে হবে।
আসবাবপত্র: লিভিং রুমের আসবাবপত্র গুলি যেন একই মাপের হয়, সেই দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। ধরুন আপনার আলমারিতে বিরাট বড় কিন্তু সোফাটি একদম ছোট, তাহলে কিন্তু একেবারেই মানাবে না। প্রত্যেকটি আসবাবপত্রের মধ্যে যেন মানানসই আকার থাকে সেই দিকে খেয়াল রাখবেন।
(আরও পড়ুন: সাবেকি সাজে থাকুক 'পাতলুনি' ছোঁয়া, পুরুষদের জন্য এই পুজোয় বিশেষ টিপস)
সমতল বস্তু: যেহেতু আপনার লিভিং রুমে সকালেই পার্টি করবে তাই খুব স্বাভাবিকভাবেই জিনিসপত্র এদিক ওদিক রাখা থাকবে। তাই চেষ্টা করবেন লিভিং রুমে সেন্টার টেবিল সোফা সবকিছুই সমতল রাখতে। যেমন ধরুন জানলার কার্নিশ কিছুটা উঁচু, বাঁধুন সোফার হাতল বেরিয়ে রয়েছে, এমন ভাবে ঘরটি সাজাবেন না। সবকিছু যদি ফ্ল্যাট থাকে, তাহলে আরও বেশি সুন্দর লাগে দেখতে।
কার্পেট: বসার ঘরে যদি কার্পেট থাকে তাহলে খেয়াল করবেন সেটি যেন মাঝখানে পাতা থাকে। দেওয়াল থেকে কার্পেট একটু যেন দূরে থাকে সেদিকেও খেয়াল করবেন। বড় ঘর হলে দু তিন রকম কার্পেট পাততে পারেন। সোজাসুজি না রেখে কার্পেট আড়াআড়িভাবে রাখলেও কিন্তু বেশ অন্যরকম দেখতে লাগে।
(আরও পড়ুন: পুজোয় বাড়িতে জমাটি আড্ডার প্ল্যান? সঙ্গে থাক এই মুখরোচক স্ন্যাকস, রইল রেসিপি)
আলো: লিভিং রুম যখন আলো দিয়ে সাজাবেন তখন মাথায় রাখবেন সেই আলো যেন ফিকে না হয়ে যায়। যেহেতু পার্টি করার সময় লিভিং রুমেই সব থেকে বেশি খাওয়া দাওয়া হয়, তাই আলোর জোর যেন বেশি থাকে সেদিকে নজর দেবেন।
দেওয়াল: ঘর সাজানোর সময় দেখবেন ঘরের সঙ্গে সামঞ্জস্য রেখে দেওয়ালের রঙ হয়েছে কিনা। দেওয়ালে ওয়াল স্টিকার লাগাতে পারেন বা নিজের হাতে তৈরি কোনও পেন্টিং রাখতে পারেন। এতে সৌন্দর্য আরও কিছুটা বেড়ে যায়।