সারাদিনের ক্লান্তির পর দিনের শেষে মানুষ যখন বাড়ি ফেরে, তখন সেটাই হয় তার শান্তির ঠিকানা। তবে যে ঘরে আপনি থাকেন, সেটি শুধু পরিষ্কার করে রাখলেই হয় না। ঘরকে সুন্দর করে সাজাতে পারলে শুধু আপনার নয়, আপনার বাড়িতে আসা অতিথিদেরও মন ভালো হয়ে যাবে।
দুর্গাপুজোর ( Durga Puja 2024) আগে কমবেশি সকলেই বাড়ি পরিষ্কার করার অভিযানে লেগে যান। তাই আজ দূর্গাপুজোর প্রাক্কালে জেনে নিন এমন ৩ টিপস, যার সাহায্যে আপনি আপনার ঘরকে সাজিয়ে তুলতে পারবেন ( Room Decoration) একেবারে ছবির মতো করে।
(আরও পড়ুন: পুজোয় একদিন নিরামিষ আহারের নিয়ম ? পটলের এই পদ রাঁধলেই রসনার তৃপ্তি)
ঘর ফাঁকা রাখুন: একটি ঘরে যত বেশি আসবাবপত্র রাখবেন সেই ঘরটিকে দেখতে লাগবে ততটাই ঘিঞ্জি। ঘর সাজানোর সময় চেষ্টা করুন যাতে বেশিরভাগ জায়গা ফাঁকা রাখা যায়। আসবাবপত্র কেনার সময় মাথায় রাখুন সেগুলি যেন ছোট এবং কম্প্যাক্ট হয়। প্রয়োজন হলে ঘরের দেওয়ালেও বেশি কিছু ঝুলিয়ে রাখবেন না। জায়গা যত ফাঁকা থাকবে ততই দেখতে সুন্দর লাগবে এবং ঘর পরিষ্কার করতেও সহজ হবে।
সামঞ্জস্য রাখুন: একটি ঘরে একই জিনিস একাধিক রাখবেন না। যেমন ধরুন আপনার ঘরে একটি বড় টেবিলে রয়েছে, তারপর মনে হল আরও একটি টেবিল কিনে নিয়ে চলে এলেন। এতে ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। প্রয়োজন ছাড়া বাড়তি জিনিস ঘরে রাখার কোনও প্রয়োজন নেই। পরিকল্পনা করে ঠিক যতটুকু জিনিস দরকার ততটুকুই ঘরে রাখুন। সব থেকে বড় কথা চেষ্টা করুন যে জিনিস ঘরে রাখবেন সেগুলি যেন বিরাট বড় না হয়ে যায়।
(আরও পড়ুন: একচিলতে বারান্দাকেও সাজিয়ে তুলুন পুজোর সাজে, রইল বাছাই করা টিপস)
একের মধ্যে অধিক: ঘরে এমন কিছু আসবাব পত্র কিনে আনুন যেগুলি দিয়ে একাধিক কাজ করা যায়। যেমন ধরুন, আপনি একটি সোফা কেনার কথা চিন্তা-ভাবনা করছেন, তাহলে এমন একটি সোফা কিনে আনুন যেটি সোফা কাম বেড হয়। এতে আপনার ঘরে বাড়তি খাট রাখার প্রয়োজন হবে না। আবার ধরুন যদি টেবিল থাকে সেটিকে পড়াশোনার কাজেও ব্যবহার করতে পারেন আবার খাবার রাখার কাজেও ব্যবহার করতে পারেন। এতে একটি আসবাব দিয়েই আপনার দুটি কাজ হয়ে যাবে। টিভি রাখার ব্যাপারে সবসময় দেওয়ালকে ব্যবহার করুন। দেওয়ালে টিভি থাকলে টিভি রাখার জন্য আলাদা কোনও টেবিল কিনতে হবে না আপনাকে।