দুর্গাপুজো থেকেই শুরু হয়ে যায় একের পর এক উৎসবের মরশুম যা শেষ হয় সরস্বতী পুজোয়। এই মাসদুয়েক নিজের বাড়িকে বিভিন্ন সাজে সাজিয়ে তোলার জন্য চেষ্টা করেন সকলে। কেউ অনলাইনে জিনিস কিনে আনেন কেউ আবার নিজের হাতেই কারুকার্য করে ঘর সাজিয়ে তোলেন। এবার নিজের ঘর সাজিয়ে তুলুন প্রাচীন ডোকরার ভাস্কর্যে। রইল টিপস।
প্রথম টিপস: ডোকরার ভাস্কর্য এমন একটি ভাস্কর্য যেটি দিয়ে ঘর সাজালে ঘরে একটা আলাদাই সৌন্দর্য ফুটে ওঠে। ড্রয়িং রুম হোক বা ঠাকুরঘর, সবকিছুই সাজিয়ে তুলতে পারেন ডোকরার সাজে।
দ্বিতীয় টিপস: আপনার যদি বাড়ির ড্রইং রুমটি বড় হয় তাহলে তার একটি দেয়ালে রাখতে পারেন ডোকরার প্রাচীন মূর্তি। এমন একটি জিনিস আপনার ড্রয়িং রুমে থাকলে অতিথিদের নজর কাড়তে বাধ্য।
(আরও পড়ুন: বাজার চলতি সিঁদুরে অ্যালার্জি? পুজোয় সাবেকি সাজে সাজতে বাড়িতেই বানিয়ে নিন ভেষজ সিঁদুর)
তৃতীয় টিপস: ঠাকুর ঘরে একটি ডোকরার লক্ষী বা দুর্গার মূর্তি নিয়ে আসতে পারেন। এটি আপনার ঠাকুর ঘরের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দেবে। তবে ঠাকুর ঘর কেন, ড্রয়িং রুমকেও সাজাতে পারেন ডোকরার মূর্তি দিয়ে।
চতুর্থ টিপস: ডাইনিং টেবিলে যদি ডোকরার কাটলারি সেট রাখতে পারেন, তাতেও কিন্তু একটা রাজকীয় ভাব ফুটে উঠবে আপনার বাড়িতে। তবে এটি ভীষণ ভারী হয় তাই প্রত্যেকদিন এগুলি ব্যবহার করার কোনও প্রয়োজন নেই অতিথি এলেই এটি ব্যবহার করতে পারেন।
(আরও পড়ুন: টাইমস স্কোয়ারে পৌঁছে গেল বাঙালির দুর্গা পুজো, নেটদুনিয়ায় ভাইরাল উৎসবের ঝলক)
পঞ্চম টিপস: আপনার বাড়ির দরজা-জানলাকে ডোকরার সাজে সাজিয়ে তুলতে পারেন। দরজার হ্যান্ডেল, হ্যাচবোল্ট ইত্যাদিতে রাখতে পারেন ডোকরার সাজ।
ষষ্ঠ টিপস: আপনি যদি ফ্ল্যাটে থাকেন তাহলে ফ্ল্যাটের একটি ঘর সাজিয়ে তুলতে পারেন ডোকরার সাজে। এই ধরুন টেবিলের উপরিভাগ, আয়নার ফ্রেম, ফটো ফ্রেম, শো পিস এই সবকিছুতেই রাখতে পারেন ডোকরা অর্থাৎ ভারতের প্রাচীন শিল্পকলার ছোঁয়া।