বিগত বেশ কয়েকটি পুজো থেকেই নেল আর্ট ফ্যাশানে ইন। তবে নেল আর্ট করতে গেলে একদিকে যেমন কয়েক ঘন্টা সময় নিয়ে যেতে হবে পার্লারে তেমন অন্যদিকে খরচও আছে বেশ ভালোই। এই দুটোর মধ্যে কোনওটাই যদি আপনার না থাকে, তাহলে বাড়িতেই চট করে কম খরচে করে নিতে পারেন নেল আর্ট।
প্রথম নেল আর্ট করার জন্য আপনার লাগবে
একটি ওয়াটার কালার নেলপালিশ, একটি সিলভার কালার নেলপালিশ, একটি পার্পেল কালার নেলপালিশ, একটি টুটপিক, একটি নেলপালিশ রিমুভার।
বাড়িতে এইভাবে করবেন নেল আর্ট
প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হল ভাল করে নখ পরিষ্কার করে নিতে হবে। যদি আগে থেকে কোনও নেলপালিশ লাগানো থাকে নখে, তাহলে রিমুভার দিয়ে তুলে নিতে হবে। এরপর সবকটি নখে ওয়াটার কালার নেলপালিশ ভালো করে লাগিয়ে নিতে হবে।
ওয়াটার কালার নেলপালিশ লাগানোর পর কিছুক্ষণ অপেক্ষা করুন যাতে সেটি ভালো করে শুকিয়ে যায়। এরপর সিলভার কালারের নেলপালিশ লাগিয়ে নিন নখে। সিলভার কালারের নেলপালিশ শুকিয়ে গেলে পার্পেল কালারের নেলপালিশ দিয়ে নখের দুই সাইডে ২টি লাইন টেনে দিতে হবে।
এবার শুরু হবে আসল কাজ। একটি টুথপিক নিয়ে পার্পেল কালারের লাইনগুলি মিলিয়ে দিন একে অপরের সঙ্গে। এরপর লাইন গুলির ওপর ছোট্ট ছোট্ট করে নেলপালিশের ফোঁটা দিন টুথপিক দিয়ে। অপেক্ষা করুন যতক্ষণ না ডিজাইনটা ভালো করে শুকিয়ে যায়।
শুকিয়ে গেলে আবার ওয়াটার কালারের নেলপালিশ নখে ভালোভাবে লাগিয়ে শুকিয়ে নিন। এবার নেল রিমুভার দিয়ে নখের সাইডে লেগে যাওয়া বাড়তি নেলপালিশ ভালো করে পরিষ্কার করে নিন সাবধানে। খেয়াল রাখবেন যাতে নখে লাগানো নেলপালিশ উঠে না যায়।
দ্বিতীয় নেল আর্ট তৈরি করার জন্য লাগবে
একটি ওয়াটার কালার নেলপালিশ, একটি গোল্ডেন কালারের নেলপালিশ, একটি মেরুন কালারের নেলপালিশ, একটি ফোমের তৈরি স্পঞ্জ, একটি নেলপালিশ রিমুভার।
নেল আর্ট তৈরি করুন এইভাবে
প্রথমে ভালো করে নখ পরিষ্কার করে এক কোট ওয়াটার কালার নেলপালিশ লাগিয়ে নিন। ওয়াটার কালার নেলপালিশ শুকিয়ে গেলে তার ওপর দিয়ে দিন গোল্ডেন কালারের নেলপালিশ। এবার স্পঞ্জ নিয়ে মেরুন কালারের নেলপালিশ নখের নিচের দিকে অল্প অল্প করে চেপে চেপে দিন। অপেক্ষা করুন যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে।
নেলপালিশ শুকিয়ে গেলে আবার ওপর থেকে দিয়ে দিন ওয়াটার কালার নেলপালিশ। নখের পাশে নেলপালিশ লেগে থাকলে রিমুভার দিয়ে পরিষ্কার করে নিন। অল্প খরচে, অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে এইভাবে বাড়িতেই করে ফেলুন নেল আর্ট।