আলমারির একটি বড় জায়গা দখল করে রাখে মেয়েরা, ছেলেদের জন্য থাকে শুধু এক কোণা। এটি প্রায় প্রত্যেক ঘরের কাহিনী। কিন্তু আলমারির এক কোণে পড়ে থাকলে তো হবে না, এবারের দুর্গাপুজোয় সময় এসেছে নিজেকে সাজিয়ে তোলার। এই প্রতিবেদনে জেনে নিন এমন ১০টি জিনিস, যা দিয়ে আপনি সাজাতে পারেন আপনার আলমারি।
সাদা শার্ট: যে কোনও বয়সের পুরুষদের জন্য সাদা শার্ট একদম পারফেক্ট। তবে এই সাদা যেন দুধের মত সাদা হয়। কোনও কারুকার্য নয়, পুরো প্লেন সাদা শার্ট যেন একটি হলেও থাকে আলমারিতে।
কালো পাঞ্জাবি: কালো পাঞ্জাবির একটা আলাদাই ঐতিহ্য রয়েছে, তাই নকশা করা কালো পাঞ্জাবি যেন আলমারি দখল করে রাখে। তবে শুধু পাঞ্জাবি নয়, রাখতে হবে ডিজাইনার সাদা ধুতিও।
ডেনিম, চেক এবং ফরমাল শার্ট: পার্টি হোক বা অফিস, সব জায়গাতেই শার্ট ভীষণ প্রয়োজনীয় একটি পোশাক। তাই আলমারিতে অবশ্যই বিভিন্ন ধরনের শার্ট রাখতে পারেন। আলমারিতে যেমন থাকবে চেক ক্যাজুয়াল শার্ট, তেমন থাকবে ফরমাল শার্টও।
(আরও পড়ুন: বাজার চলতি সিঁদুরে অ্যালার্জি? পুজোয় সাবেকি সাজে সাজতে বাড়িতেই বানিয়ে নিন ভেষজ সিঁদুর)
ফরমাল প্যান্ট এবং জিন্স: শার্টের মতই ফরমাল প্যান্ট এবং জিন্স রাখতেই হবে আলমারিতে। তবে কোন রঙের শার্টের সঙ্গে কোন রঙের প্যান্ট ভালো মানাবে, সেটা একটু ভালো করে জেনে নেবেন।
পোলো টি শার্ট: স্টাইলিশ লুকের জন্য এই শার্টের বিকল্প আর কিছু হয় না। এক রঙ, গলফ, স্ট্রাইপড অথবা ফ্লোরাল প্রিন্টেড পোলো টি শার্ট কিনতে পারেন আপনি।
ব্লেজার: বিয়ে বাড়িতে পরার জন্য একটি ব্লেজার অবশ্যই যেন থাকে আলমারিতে। ডেনিম ব্লু বা কালো রঙের ব্লেজার রাখতে পারেন নিজের সংগ্রহে।
জ্যাকেট এবং হুডি: প্রায় প্রত্যেক পুরুষেরই উচিত আলমারিতে একটি করে ডেনিম জ্যাকেট এবং লেদারের জ্যাকেট রাখা। যদি সম্ভব হয় রাখতে পারেন বোম্বার জ্যাকেটও।
ঘড়ি এবং সানগ্লাস: একজন স্টাইলিশ পুরুষ কখনওই ঘড়ি বা সানগ্লাস ছাড়া বাড়ি থেকে বের হয় না। আপনার পছন্দসই ঘড়ি এবং সানগ্লাস কিনে আলমারিতে রাখতে পারেন আপনি।
(আরও পড়ুন: পুজোর এবার নিজের হাতের তৈরি বাতাসা নিবেদন করুন! বাড়িতে থাকা এই দুই উপাদান দিয়ে বানিয়ে নিন সহজে)
সাদা স্নিকার্স ও লোফার: শুধু পোশাক সংগ্রহে রাখলে হবে না, রাখতে হবে পোশাকের সঙ্গে মানানসই ভালো জুতোও। আপনি একজোড়া সাদা স্নিকার্স বা লোফার রেখে দিতে পারেন আপনার কাছে, যা মানানসই পোশাকের সঙ্গে পরতে পারবেন আপনি।
ব্রাউন ব্রগ শু: আপনি যদি একজন স্টাইলিশ পুরুষ হন তাহলে এই জুতো আপনার কাছে থাকবেই। তবে এটি কিনতে গেলে একটু পকেট খালি হয়ে যেতে পারে।