Durga Puja 2024: গঙ্গার নিচ দিয়ে ছুটে চলেছে মেট্রো। দুই পাশে গঙ্গার জলরাশি। কলকাতা হাওড়ার মধ্যবর্তী মেট্রো পথ শুরুর সময় থেকেই মানুষের কাছে বড় বিস্ময় হয়ে উঠেছিল। এবার সেই বিস্ময়ের ছবিইদেখা যাবে কলকাতার জগৎ মুখার্জি পার্কের (Jagat Mukherjee Park) পুজোয়। কলকাতার জগৎ মুখার্জি পার্কে এবারের পুজোর থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘প্ল্যাটফর্ম হাওড়া ময়দান’। হাওড়া ময়দানে মেট্রো ঢোকার আগে নদীর নিচ দিয়ে যায়। সেখানেই দেখা যায় গঙ্গার জলরাশি। এবার ঠিক সেই আমেজ হুবহু ফুটিয়ে তুলতে চলেছে জগৎ মুখার্জি পার্কের পুজো।
দেখা যাবে গঙ্গার জলরাশি
হাওড়া ময়দানের এই থিম দেখতে হাওড়া ময়দান যাওয়ার দরকার নেই। শোভাবাজার বা শ্যামবাজার মেট্রো স্টেশনে নামলেই হবে। সেখান থেকে হাঁটা পথের দূরত্বে রয়েছে এই পুজো। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে মেন রোড ধরে কিছুক্ষণ হেঁটে গেলেই পৌঁছে যাবেন এই পুজো মণ্ডপে। প্রতিবারই জগৎ মুখার্জি পার্কের পুজোয় থাকে কিছু না কিছু বিশেষত্ব। এবারের পুজোও তার ব্যতিক্রম নয়। বরং এবারের পুজোয় স্থলের উপর জলের আমেজ এনে দিতে চাইছে এই পুজো। আর তার জন্যই এমন অভিনব ব্যবস্থার আয়োজন। সৃজনে রয়েছেন শিল্পী সুবল পাল।
আরও পড়ুন - Durga Puja 2024: মাকে আলো হাতে পথ দেখান মুসলিম বাসিন্দারা, চাঁচলের এই পুজোর নেপথ্যে দীর্ঘ ইতিহাস
৮৮তম বর্ষে পদার্পণ
চলতি বছর জগৎ মুখার্জি পার্কের পুজো ৮৮তম বর্ষে পদার্পণ করল। তবে এই পুজো দেখার জন্য অভিনব পন্থার ব্যবস্থা করেছে পুজো (Durga Puja 2024) উদ্যোক্তারা। ব্যবস্থাটা কীরকম ? পুজো উদ্যোক্তাদের তরফে জানানো হচ্ছে, তাদের পুজোয় এবার প্রবেশ করতে হলে প্রথমে টিকিট কাটতে হবে কাউন্টার থেকে। সেই টিকিট কেটে এসক্যালেটরে করে নেমে যেতে হবে মেট্রো স্টেশনে। এর পর মেট্রো চড়ার পালা। মেট্রো চড়ে যেতে যেতেই হয়ে যাবে গঙ্গাদর্শন। এই পুরো বিষয়টিই দর্শকদের কাছে উপভোগ্য হয়ে উঠবে বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা।
ময়দানে প্ল্য়াটফর্মে প্রতিমা দর্শন
সবশেষে আসছে প্রতিমা দর্শনের পালা। আর সেটা হবে হাওড়া ময়দানে যখন মেট্রোটা পৌঁছাবে। ময়দান প্ল্যাটফর্মে নামলে সেখানে দেখা যাবে সপরিবারে উপস্থিত রয়েছেন মা দুর্গা। ২০১৬ সালে ডাউন বনগাঁ লোকালের থিম করেছিল জগৎ মুখার্জি পার্ক। সেবারেও পুজোর উন্মাদনা ছিল তুঙ্গে। এবারেও পুজো নিয়ে একইরকম উন্মাদনা তৈরি হবে বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা।