পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Maha Ashtami Wishes: রাত পোহালেই মহাষ্টমী, প্রিয়জনকে জানান এই পুণ্যলগ্নের শুভেচ্ছা
Durga Puja 2024 Maha Ashtami Wishes: মহাষ্টমী শারদীয়া দুর্গোৎসবের একটি বিশেষ দিন। এই দিন মায়ের কাছে অঞ্জলি প্রদানের মধ্যে দিয়ে মনস্কামনা জানানো হয়। নিজের ও পরিবারের কল্যাণ কামনার মধ্যে দিয়ে এই দিন পুজোর ফুল নিবেদন করা হয় মায়ের চরণে। নিজের উন্নতি কামনা ছাড়াও অন্যের কল্যাণ কামনার এই প্রক্রিয়ার মধ্যেই নিহিত আমাদের অন্তরের শুভকামনা। মহাষ্টমীর পুণ্যলগ্নে তাই পরিচিত মানুষ ও আত্মীয়স্বজনদের জানান দিনটির শুভেচ্ছা। বেছে নিন আপনার পছন্দের শুভেচ্ছাবার্তা।
- অষ্টমীর (Maha Ashtami Wishes 2024) অঞ্জলিতে শুধু নিজের জন্য নয়, মায়ের কাছে প্রার্থনা করেছি তোমার জন্যও। তাঁর কাছে চাইলাম তোমার উপর যেন অশেষ কৃপা বর্ষিত হয়। শুভ মহাষ্টমী।
- এই প্রতিকূল পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মায়ের ভালোবাসা। সেই সম্পদে ধনী হয়ে উঠুক তোমার জীবন। শুভ মহাষ্টমী।
- মায়ের অমোঘ আশীর্বাদ তোমার জীবনের উপর চিরকাল বর্ষিত হোক। সুন্দর হোক তোমার আগামী পথচলা। শুভ মহাষ্টমী (Maha Ashtami Greetings)।
- মা দুর্গার ভালোবাসা ও মমতায় তোমার জীবন পরিপূর্ণ হয়ে উঠুক। অঞ্জলির পর তাঁর কাছে আমার প্রার্থনা রইল এটাই। শুভ মহাষ্টমী।
আরও পড়ুন - Best 10 Pujas Of North Kolkata: উত্তর কলকাতার সেরা ১০ পুজো বেছে নিল HT বাংলা, কোনগুলি এই বছর না দেখলেই নয়?
- মা দুর্গা তোমার জীবন মঙ্গলময় করে তুলুক। শুভ হোক তোমার আগামী জীবনের সমস্ত পর্বগুলি। অষ্টমীর অঞ্জলিলগ্নে এমনটাই আমার কামনা তাঁর কাছে। শুভ মহাষ্টমী (Maha Ashtami Wishes)।
- তোমায় ও তোমার পরিবারের সকলকে জানাই শুভ মহাষ্টমীর শুভেচ্ছা । মায়ের আশীর্বাদে পরবর্তী জীবন যেন বাধাহীন ও সুন্দর হয় তোমার।
- দেবী দশভুজা তোমার সব ইচ্ছে পূরণ করুক মহাষ্টমীর এই পুণ্যলগ্নে । তাঁর স্নেহে তোমার জীবন মঙ্গলময় হোক। শুভ মহাষ্টমীর অশেষ শুভকামনা রইল তোমার প্রতি।
- মা দুর্গা বরদা হয়ে উঠুক মহাষ্টমীর এই মহালগ্নে। প্রাণময়ী মায়ের স্পর্শে তোমার জীবন আনন্দময় হোক এই কামনা করি। শুভ মহাষ্টমীর অশেষ শুভেচ্ছা তোমার ও তোমার পরিবারের জন্য।
- মহাষ্টমী মানেই দেবী দশভুজার কাছে নিজের মনের আকাঙ্খা জানানোর বিশেষ মুহূর্ত। আগামী জীবনে তোমার সব মনস্কামনা যেন মায়ের আশীষে পূরণ হয়। শুভ মহাষ্টমী (Maha Ashtami 2024 Whatsapp Messages)।