পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Maha Ashtami Wishes: মহাষ্টমীর পুণ্যলগ্নে প্রিয়জনকে জানান অন্তরের শুভকামনা, পাঠিয়ে দিন এই বার্তা
Durga Puja 2024 Maha Ashtami Wishes: ষষ্ঠী, সপ্তমী পেরিয়ে দেখতে দেখতে চলে এল মহাষ্টমীর পুণ্য়লগ্ন। মহাষ্টমী মানেই মায়ের আরতি, সন্ধিপুজো, বলিদানের মতো গুরুত্বপূর্ণ প্রথা। পাশাপাশি মায়ের কাছে এই দিন অঞ্জলি দিয়ে অনেকে মনের কথা জানান। নিজের ও পরিবারের কল্যাণ কামনার মধ্যে দিয়ে সার্থক হয়ে ওঠে মহাষ্টমীর পুজোপর্ব। অন্যের জন্য মায়ের কাছে এই প্রার্থনার মধ্যেই নিহিত অন্তরের শুভকামনা। মহাষ্টমীর পুণ্যলগ্নে তাই পরিচিত মানুষ ও আত্মীয়স্বজনদের জানান দিনটির শুভেচ্ছা। বেছে নিন আপনার পছন্দের শুভেচ্ছাবার্তা।
- তোমায় ও তোমার পরিবারের সকলকে জানাই শুভ মহাষ্টমীর শুভেচ্ছা । মায়ের আশীর্বাদে পরবর্তী জীবন যেন বাধাহীন ও সুন্দর হয় তোমার।
- দেবী দশভুজা তোমার সব ইচ্ছে পূরণ করুক মহাষ্টমীর এই পুণ্যলগ্নে । তাঁর স্নেহে তোমার জীবন মঙ্গলময় হোক। শুভ মহাষ্টমীর অশেষ শুভকামনা রইল তোমার প্রতি।
- মায়ের অমোঘ আশীর্বাদ তোমার জীবনের উপর চিরকাল বর্ষিত হোক। সুন্দর হোক তোমার আগামী পথচলা। শুভ মহাষ্টমী (Maha Ashtami Greetings)।
- মা দুর্গার ভালোবাসা ও মমতায় তোমার জীবন পরিপূর্ণ হয়ে উঠুক। অঞ্জলির পর তাঁর কাছে আমার প্রার্থনা রইল এটাই। শুভ মহাষ্টমী।
- মা দুর্গা তোমার জীবন মঙ্গলময় করে তুলুক। শুভ হোক তোমার আগামী জীবনের সমস্ত পর্বগুলি। অষ্টমীর অঞ্জলিলগ্নে এমনটাই আমার কামনা তাঁর কাছে। শুভ মহাষ্টমী (Maha Ashtami Wishes)।
আরও পড়ুন - Best 10 Pujas Of North Kolkata: উত্তর কলকাতার সেরা ১০ পুজো বেছে নিল HT বাংলা, কোনগুলি এই বছর না দেখলেই নয়?
- মা দুর্গা বরদা হয়ে উঠুক মহাষ্টমীর এই মহালগ্নে। প্রাণময়ী মায়ের স্পর্শে তোমার জীবন আনন্দময় হোক এই কামনা করি। শুভ মহাষ্টমীর অশেষ শুভেচ্ছা তোমার ও তোমার পরিবারের জন্য।
- মহাষ্টমী মানেই দেবী দশভুজার কাছে নিজের মনের আকাঙ্খা জানানোর বিশেষ মুহূর্ত। আগামী জীবনে তোমার সব মনস্কামনা যেন মায়ের আশীষে পূরণ হয়। শুভ মহাষ্টমী (Maha Ashtami 2024 Whatsapp Messages)।
- অষ্টমীর অঞ্জলিতে শুধু নিজের জন্য নয়, মায়ের কাছে প্রার্থনা করেছি তোমার জন্যও। তাঁর কাছে চাইলাম তোমার উপর যেন অশেষ কৃপা বর্ষিত হয়। শুভ মহাষ্টমী (Maha Ashtami Wishes 2024)।
- এই প্রতিকূল পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মায়ের ভালোবাসা। সেই সম্পদে ধনী হয়ে উঠুক তোমার জীবন। শুভ মহাষ্টমী।