পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Maha Shasthi Wishes: রাত পোহালেই মহাষষ্ঠী, প্রিয়জনকে পাঠিয়ে দিন দিনটির শুভেচ্ছাবার্তা, কী লিখবেন?
Maha Shasthi Wishes: চলতি বছর ১১ অক্টোবর দুর্গা পুজোর মহাষষ্ঠী। বাঙালির সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব এই দুর্গাপুজো। তবে এই দিনে অনেকেই আত্মীয়স্বজনের থেকে একটু দূরে থাকেন। তাদের জন্য পাঠিয়ে দিতে পারেন মহাষষ্ঠীর (Maha Shasthi Wishes) শুভেচ্ছাবার্তা।
- মা দুর্গা স্বয়ং শক্তির দেবী, তার আশীর্বাদ যেন মাথার উপর সারা জীবন বর্ষিত হয়। মা আমাদের সঙ্গে থাকো, এই প্রার্থনা করি। শুভ মহাষষ্ঠী।
- মহাষষ্ঠীর (Maha Shasthi Best Wishes) পূণ্য তিথিতে আজ মা দুর্গার আবাহন। আমাদের জীবন আনন্দে ভরে তোলো মা । সকলকে ভালো রাখো। পুজো দারুণ কাটুক। শুভ মহাষষ্ঠী।
আরও পড়ুন - Durga Puja 2024 Greetings: আর ১০ দিন পরেই মহালয়া, প্রিয়জনকে জানান শারদীয়ার শুভেচ্ছাবার্তা
- দেখতে দেখতে শুরু হয়ে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সকলের জীবন ভরে উঠুক এই পুজোর আনন্দে। শুভ মহাষষ্ঠী।
- মা দুর্গা আমাদের সকলকে পথ দেখান। তাঁর প্রদর্শিত পথে তোমার জীবন বিকশিত হয়ে উঠুক। প্রাণ আনন্দে ভরে থাকুক। সকলের ভালো কাটুক এবারের দুর্গাপুজো! শুভ মহাষষ্ঠী।
আরও পড়ুন - Durga Puja 2024 Wish: বিদেশে থাকা প্রিয়জনের মন ভালো করে দিন, এখনই পাঠান শারদীয়ার শুভেচ্ছাবার্তা
- মা দুর্গা সকলের জীবনে সহায় হোক। মায়ের আশীর্বাদে দূর হোক সব সমস্যা। সকলকে দুর্গা পুজোর শুভকামনা। শুভ মহাষষ্ঠী।
- শারদ প্রাতে শুরু হয়ে গেল বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। সকলকে দুর্গা পুজোর শুভকামনা জানাই। শুভ মহাষষ্ঠী।
- আজ মহাষষ্ঠীর (Maha Shasthi Wishes 2024) শুভ তিথিতে মায়ের আশীষে ভরে উঠুক সকলের জীবন। সব বাধাবিঘ্ন দূর হোক। দুর্গাপুজোর শুভেচ্ছা জানাই আপনাকে ও আপনার পরিবারকে।
- মহাদেবী মহামায়া তুমি, তুমিই তো পরমাপ্রকৃতি মা। আমাদের সব সংকট থেকে উদ্ধার করো মা। তোমার আশীর্বাদ আমার জীবনের অলঙ্কার হোক! শুভ মহাষষ্ঠী।