বাংলা নিউজ > টুকিটাকি > Durga Puja 2024: মহালয়ার দিন কি মহিলারা তর্পণ করতে পারেন? শাস্ত্রে কী বলা আছে
পরবর্তী খবর

Durga Puja 2024: মহালয়ার দিন কি মহিলারা তর্পণ করতে পারেন? শাস্ত্রে কী বলা আছে

মহালয়ার দিন কি মহিলারা তর্পণ করতে পারেন ?

Durga Puja 2024: রাত পোহালেই মহালয়ার তিথি। আর এই তিথিতে ভোর ভোর অনেকে পৌঁছে যান নিকটবর্তী জলাশয়ের ঘাটে। সেখানে গিয়ে  পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন। এছাড়াও, তাদের পিণ্ডদান করার নিয়ম রয়েছে। আগামীকাল এই উপলক্ষ্যে গঙ্গার ঘাটে ঘাটে মানুষের ভিড় থাকে (Durga Puja 2024)। কিন্তু মহালয়ার দিন এই তর্পণ কি শুধু পুরুষেরাই করতে পারেন? নাকি নারীরাও অংশ নিতে পারেন এই তর্পণ প্রক্রিয়ায় ? প্রথমে জেনে নেওয়া যাক, তর্পণ করার আসল উদ্দেশ্য কী। ঠিক কী কারণে তর্পণ করা হয় ? 

তর্পণের নেপথ্যে কোন উদ্দেশ্য নিহিত

মহালয়া তিথিতে (Mahalaya 2024) পিতৃপক্ষের অবসান হয়। সূচনা হয় দেবীপক্ষের। পিতৃপক্ষের অবসান হয় বলেই এই দিন পিতৃতর্পণের নিয়ম রয়েছে। পিতৃতর্পণের জন্য তিল ও মদের ভাণ্ড দিয়ে পিণ্ড প্রস্তুত করা হয়। এর পর সেই পিণ্ডদান করা হয় পিতৃপুরুষের উদ্দেশ্যে। কথিত রয়েছে, উৎসর্গীকৃত পিণ্ড যদি কাকে খায়, তাহলে পিতৃপুরুষদের আত্মা শান্তিলাভ করে। পুরাণ বলছে, মানুষ জন্ম নিলে তাঁকে তিনরকমের ঋণ শোধ করতে হয়। এই ঋণগুলি হল পিতৃঋণ, দেবঋণ এবং ঋষিঋণ। তবে এই তিন প্রকারের ঋণের মধ্যে সবচেয়ে প্রথমে থাকে পিতৃঋণ। সেই ঋণশোধ করা দুষ্কর। তর্পণের মাধ্যমে তা শোধ করার চেষ্টা করে মানুষ। তাই প্রতি বছর নিয়ম করে তর্পণ করা জরুরি বলে জানাচ্ছে শাস্ত্র। মহালয়া এমন এক তিথি যেদিন পিতৃপক্ষের অবসান হচ্ছে। তাই এই তিথিতেই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা উচিত। শাস্ত্রে বর্ণিত রয়েছে, বংশধরদের হাতে জল পেয়ে পিতৃপুরুষেরা তুষ্ট হন। তাদের সংসারকে আশীর্বাদে ভরিয়ে তোলেন।

আরও পড়ুন - Durga Puja 2024: জোটেনি পেনশন, আকাশবাণী থেকে যোগ্য সম্মানটুকুও পাননি ‘স্টাফ’ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র

মহিলারা তর্পণ করতে পারেন?

মহিলাদের তর্পণে কোনও নিষেধ নেই শাস্ত্রে (Durga Puja)। কোনও শাস্ত্রেই বলা নেই যে মহিলারা তর্পণ করতে পারবেন না। বরং যেই বংশে পুত্র নেই, সেই বংশের কন্যা চাইলেই তর্পণ করতে পারেন। এমনকি অনেক সময় পুত্র মারা গেলে পুত্রবধূও তর্পণ করতে পারেন। অন্যদিকে অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রেও তর্পণের মীমাংসা রয়েছে। তাদের ক্ষেত্রে তাদের বোনেরা চাইলেই মহালয়ার দিন তর্পণ করতে পারেন। তর্পণ আসলে পূর্বপুুরুষদের সম্মান প্রদর্শনের একটি বিশেষ রীতি। আর পূর্বপুরুষদের সম্মান নারীপুরুষ নির্বিশেষে সকলেই জানাতে পারেন। তাই মহিলাদের তর্পণে শাস্ত্রের দিক থেকে কোনও বাধা নেই।

Latest News

ক্যানসার থেকে ইএনটি- ‘আমরণ অনশনকারী’ ৬ জুনিয়র ডাক্তার আসলে কারা? কেমন আছে শরীর? কেন মোতি মসজিদে নমাজ পড়তে গেল না বাংলাদেশের টিম? কী বলছে গোয়ালিয়র পুলিশ? ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.