Durga Puja 2024: রাত পোহালেই মহালয়া। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা। মহালয়ার সঙ্গেই জড়িয়ে রয়েছে একটি বিশেষ প্রভাতী অনুষ্ঠানের নস্টালজিয়া। আর তা হল বেতারের মহিষাসুরমর্দিনী (Mahishasura Mardini) অনুষ্ঠান। কোন কোন চ্যানেলে শোনা যাবে এই বিশেষ অনুষ্ঠানটি ? মঙ্গলবার বিকেলে আকাশবাণী কলকাতা তাদের ফেসবুক পেজে একটি পোস্ট করে এই সম্পর্কে বিস্তারিত জানিয়েছে।
কী জানিয়েছে আকাশবাণী কলকাতা ?
আকাশবাণী কলকাতার (Akashvani Sangbad Kolkata) পেজে সন্ধ্যে নাগাদ একটি পোস্ট করা হয়। সেখানে বলা হয়েছে প্রতিবারের মতো এই বছরও ভোর চারটের সময় আকাশবাণীর চ্যানেলে বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী শোনা যাবে। আকাশবাণীর এই অনুষ্ঠানটির রচয়িতা ছিলেন বৈদ্যনাথ ভট্টাচার্য। যিনি বাণীকুমার নামেই বেশি পরিচিত। অন্য়দিকে সুর ও পরিচালনার দায়িত্বে ছিলেন পঙ্কজ কুমার মল্লিক। সব শেষে হলেও যার নাম না করলেই নয়, তিনি হলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র (Birendra Krishna Bhadra)। যার মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে উঠবে মহালয়া-ভোরের আকাশ-বাতাস।
কোন কোন চ্যানেলে শোনা যাবে মহালয়ার অনুষ্ঠান ?
আকাশবাণীর ওই পোস্টে জানানো হয়েছে, আকাশবাণী গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম ১০৭ প্রচারতরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও নিউজঅনএয়ার অ্যাপে শোনা যাবে মহালয়ার অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী।
আরও পড়ুন -
কোন সংস্করণ এদিন শোনানো হবে ?
আকাশবাণী প্রতি বছরই তাদের পোস্টে কোন রেকর্ডিং সংস্করণটি শোনাবে তা বলে দেয়। সাধারণভাবে ১৯৭২ সালের রেকর্ডিংটাই শ্রোতাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়। তবে ২০২৩ সালে অর্থাৎ গত বছর ১৯৬৬ সালের রেকর্ডিং শোনানো হয়েছিল। সেখানে বীরেন্দ্রকৃষ্ণের কণ্ঠে (Durga Puja 2024) ‘আশ্বিন শারদপ্রাতে’র চেনা ভাষ্য একটু দেরিতে শুরু হচ্ছে। আবার ২০২২ সালে শোনানো হয়েছিল ১৯৬২ সালের রেকর্ডিং। তখনকার রেকর্ডিংয়ে তরুণ বীরেন্দ্রকৃষ্ণের মন্ত্রোচ্চারণের প্রভাব। কিন্তু গানগুলি বেশ অনেকটাই আলাদা ছিল বলে শ্রোতাদের মধ্যে খানিক বিভ্রান্তি তৈরি হয়েছিল। কেউ কেউ সেই সংস্করণ পছন্দ করেছেন, কেউ আবার পছন্দ করেননি। চলতি বছর আকাশবাণী কোন সংস্করণ শ্রোতাদের শোনাতে চলেছে, তা জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফেও বেশ কয়েকবার যোগাযোগ করা হয়। কিন্তু এই ব্যাপারে স্পষ্ট কোনও উত্তর দেওয়া হয়নি। তবে ২০২২ সালের মতো শ্রোতাদের বিরূপ প্রতিক্রিয়া এড়াতে ১৯৭২ সালের জনপ্রিয় সংস্করণটিই শোনানো হতে পারে বলে অনেকে মনে করছেন।