Durga Puja 2024 News: দুর্গা পুজো মানেই এক অন্যরকমের শান্তিনিকতন। আর তার মধ্যে অন্যতম আকর্ষণ হল সোনাঝুরি হাট (Sonajhuri Haat)। প্রতি বছরই পুজোর দিনগুলিতে সোনাঝুরি হাটে রমরমা ভিড় হয়। শুধু তাই নয়, এই দিনগুলিতে ভীষণ যানজট হয় ওই এলাকায়। যা সামলাতে পুলিশকে রীতিমতো হিমসিম খেতে হয়। এই পরিস্থিতিতেই চলতি বছর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোনাঝুরি হাট (Bolpur Santiniketan) বন্ধ রাখার। পুজোর পাঁচদিন এই হাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন। পুজোর মুখে এমন একটা নির্দেশ পেয়ে স্বভাবতই হতাশ হাট ব্যবসায়ীরা।
বসবে বাউল আসর
প্রসঙ্গত, সোনাঝুরি হাটের অন্যতম আকর্ষণ হীরালিনী দুর্গোৎসব। প্রতি বছর এটি খোয়াইয়ে আয়োজিত হয়। আর তাকে ঘিরেই শনিবার রবিবারের মতো নিয়মিত হাট বসে। কিন্তু এই হাটে ভিড়ও হয় তেমনই। যা সামলাতে গিয়ে পুলিশের নাজেহাল দশা হয়। তাই এবার আর হাট বসবে না বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। তবে হাট না বসলেও আদিবাসী নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সঙ্গে থাকবে বাউল গানের আসর, যেমনটা নিয়মিত থাকে।
আরও পড়ুন - Durga Puja 2024: বলাগড়ের এই পুজো স্মরণ করবে অভয়াকে, অভিনব উদ্যোগ ৩০০ বছর প্রাচীন পুজোয়
হাট কমিটির সায়
হাটের কমিটির এক সদস্য সংবাদমাধ্যমকে বলেন, পুলিশ প্রশাসনের সঙ্গে তাদের এই বিষয়ে কথা হয়েছে। পুলিশের সিদ্ধান্ত তারা মেনে নিয়েছেন। মানুষের সুবিধার্থে পুজোর পাঁচদিন হাট বন্ধ রাখার সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন তারা। তবে পুজোর দিনগুলিতে হাটের কেনাবেচা তুঙ্গে থাকে বলেই জানাচ্ছেন হাট ব্যবসায়ীরা। স্বাভাবিকভাবে এহেন সিদ্ধান্তের কারণে অনেকেরই মন খারাপ। এক হাট ব্যবসায়ীর কথায়, বৃষ্টির জন্য বারবার বিকিকিনির ক্ষতি হচ্ছে। তাই পুজোর দিনগুলি ভাল বিকিকিনি হবে, এই আশায় ছিলেন অনেকে। পুলিশ প্রশাসন ও কমিটির সিদ্ধান্ত সেই আশায় জল ঢেলে দিয়েছে। কিন্তু নির্দেশ যখন, মেনে তো চলতেই হবে!
পর্যটকদের মন খারাপ
প্রসঙ্গত, ব্যবসায়ীদের পাশাপাশি প্রশাসনের এই সিদ্ধান্তে মন খারাপ পর্যটকদেরও। পুজো মানেই অনেকের কাছে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়া। তেমনই পরিকল্পনা ছিল বিদিপ্তার। চলতি বছরে শান্তিনিকেতনেই পুজোর কয়েকটা দিন থাকার প্ল্যান রয়েছে তাঁর। কিন্তু শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ সোনাঝুরি হাট বন্ধ থাকবে শুনে হতাশ তিনিও। কারণ ঘুরতে গিয়ে কেনাকাটা কে না পছন্দ করে। হাট বন্ধ থাকায় সেই ইচ্ছে পূরণ হবে না বলেই মনে করছেন তিনি।