হুগলি জেলার অন্যতম একটি বিখ্যাত শহর শ্রীরামপুর। বহু প্রাচীন রাজবাড়ী থেকে শুরু করে বিখ্যাত মাহেশের রথ, সবকিছুই আছে এই শহরে। তবে এখানেই থেমে নেই, শ্রীরামপুর বিখ্যাত দুর্গাপুজোর জন্যেও। প্রতি বছর বিভিন্ন থিমে সেজে ওঠে শ্রীরামপুরের বিভিন্ন দুর্গা মণ্ডপ। এবারেও শ্রীরামপুরে হতে চলেছে বেশ কিছু ইউনিক দুর্গা পুজোর থিম।
লন্ডনের স্বামী নারায়ণের মন্দির থেকে সত্যজিৎ রায়ের গল্প, আবার কিংকং থেকে ডাইনোসর, সবকিছুই উঠে আসবে, শ্রীরামপুরের বারোয়ারি মণ্ডপে মণ্ডপে। ইতিমধ্যেই বেশিরভাগ পুজো মণ্ডপ উদ্বোধন হয়ে গেছে, বাকি রয়েছে আরও কিছু। শ্রীরামপুরের আর এম এস ময়দান এবং ছাতুগঞ্জ সংলগ্ন বারোয়ারি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
(আরও পড়ুন: ‘নারীদের যথেষ্ট সম্মান…’ ধর্ষকদের সঙ্গে তুলনা দেখে কী বলছে অসুর সম্প্রদায়?)
শ্রীরামপুরের পুজোগুলির মধ্যে আর এম এস ময়দানে ৫ এবং ৬ এর পল্লীগোষ্ঠী এবং ব্যবসায়ী সমিতির পুজোর মূল উদ্যোক্তা তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার কল্যান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আর এম এস ময়দান সেজে উঠেছে লন্ডনের স্বামীনারায়ণের মন্দিরের আদলে। তবে প্রতিমা তৈরি করা হয়েছে সাবেকি ভাবেই। এই পুজো কমিটির উদ্যোক্তার মতে, লন্ডনে অনেক মানুষেরই যাওয়ার শখ থাকে কিন্তু সাধ্য থাকে না। তাই বিনা খরচে দুর্গা পুজোর আনন্দে মেতে ওঠার সাথে লন্ডনের মন্দির দেখা বাড়তি পাওনা। আর এই ভাবেই মানুষকে আনন্দ দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে।
শ্রীরামপুরের নিউ বয়েজ ক্লাবে দেখতে পাবেন এক টুকরো জুরাসিক পার্ক। বিভিন্ন প্রজাতির ডাইনোসর দেখা যাবে এই পুজো মণ্ডপে। সবটাই তৈরি হবে কাগজ দিয়ে। এই পুজো কমিটির উদ্যোক্তার মতে, ছোটদের আনন্দ দেওয়ার জন্যই এই চিন্তা ভাবনা করা হয়েছে। তবে পরিবেশ পরিছন্নতার কথা মাথায় রেখেই সবকিছু তৈরি করা হয়েছে কাগজ দিয়ে। আবার চাতরার সুভাস সমিতির পুজোয় দেখা যাবে কিংকং।
(আরও পড়ুন: ভবানীপুর ৭৫ পল্লীর থিমে এবার জীবনানন্দ, ফুটে উঠছে ‘প্রেমিকা’ কলকাতা)
শ্রীরামপুরের অন্যতম বিখ্যাত পুজো নেহেরু নগর কলোনির পুজো এবার ৭৫ তম বছরে পদার্পণ করল। রংবেরঙের আলোয় সেজে উঠবে নেহেরু নগর কলোনির পুজো মণ্ডপ। পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে এক টুকরো অপেরা হাউস। প্রতিবারের মতো এই বছরেও লাইন দিয়ে দর্শনার্থীরা মণ্ডপ দর্শন করতে আসবেন বলেই আশাবাদী পুজো উদ্যোক্তারা।
শ্রীরামপুরের আরও একটি বিখ্যাত পুজো নিয়োগ গেট সর্বজনীন দুর্গোৎসব সমিতি। এই বছর ৮০ বছরের পদার্পণ করল এই পুজো। ৮০ বছরের পদার্পণ করলো গড়গড়ি ঘাটের বিখ্যাত সাবেকি পুজোও। এই বছর একেবারেই নিজেদের অন্যভাবে মেলে তোলার জন্য প্রস্তুত গড়গড়ি ঘাট ক্লাব সদস্য।
মাহেশ শীতলা লেনের পুজোয় এবার দেখা যাবে সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি। আলোকসজ্জায় বাড়তি চমক দেখা যাবে চন্ডীতলার জনাই কল্যাণ সমিতির পুজো মণ্ডপে। সব মিলিয়ে শ্রীরামপুরের পুজো এই বছরেও হয়ে উঠবে জমজমাটি। বাড়তি পাওনা হিসাবে এই বছর শ্রীরামপুরে আয়োজিত হতে চলেছে কার্নিভাল, যার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে শহরে।