বাংলা নিউজ > টুকিটাকি > Durga Puja 2024 recipe: পুজোয় ভূরিভোজ মানেই মাছের পদ থাকা চাই ? বাড়িতেই বানিয়ে ফেলুন ‘কাসুন্দি মাছ’
পরবর্তী খবর

Durga Puja 2024 recipe: পুজোয় ভূরিভোজ মানেই মাছের পদ থাকা চাই ? বাড়িতেই বানিয়ে ফেলুন ‘কাসুন্দি মাছ’

মাছে-ভাতে বাঙালি! বানিয়ে নিন ‘কাসুন্দি মাছ’, চেটেপুটে খাবেন সকলে

Durga Puja 2024 Fish Recipe: আয়োজন যতই কম হোক না কেন, খাওয়া দাওয়া কিন্তু মাস্ট।ভালোমন্দ খেয়ে প্যান্ডেল হপিং-এ বেরোনো, ঠাকুর দেখতে দেখতে না না রকম খাওয়া, আবার বাড়ি এসে সুস্বাদু (tasty)কিছু খেয়ে ঘুমাতে যাওয়া। এভাবেই চোখের নিমেষে চলে যায় চার-চারটে দিন।

পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। এক সপ্তাহও হাতে নেই। চারিদিকের প্রস্তুতি তুঙ্গে। ঝলমলে আলোয় সজ্জিত গোটা বাংলা। যদিও সম্প্রতিক ঘটনার কারণে এইবারের পুজোকে অনেকেই উত্সবের মোড়কে বাঁধতে চান না।তবে মা বছরে একবার আসেন পুজো নিতে, তাই মায়ের পুজোয় ত্রুটি করতে চান না কেউই। শহরের সব পূজা কমিটি প্যান্ডেল সাজিয়ে সুন্দর থিম দিয়ে দেবী দুর্গাকে স্বাগত জানাতে প্রস্তুত।

তবে আয়োজন যতই কম হোক না কেন, খাওয়া দাওয়া কিন্তু মাস্ট।ভালোমন্দ খেয়ে প্যান্ডেল হপিং-এ বেরোনো, ঠাকুর দেখতে দেখতে না না রকম খাওয়া, আবার বাড়ি এসে সুস্বাদু (tasty)কিছু খেয়ে ঘুমাতে যাওয়া। এভাবেই চোখের নিমেষে চলে যায় চার-চারটে দিন।

আরও পড়ুন: (পুজোয় একদিন নিরামিষ আহারের নিয়ম ? পটলের এই পদ রাঁধলেই রসনার তৃপ্তি)

বাঙালি মানেই মাছ, তা গোটা বিশ্বের সকলের জানা। পুজোর ভুরিভোজে তাই এবার যোগ করুন এই অন্যরকম  একটা মাছের পদ্ধতি। নাম তার- ‘কাসুন্দি মাছ’ (Durga Puja 2024 recipe)। আরও একবার নিজেকে মাছে-ভাতে বাঙালি বলতে গর্ব হবে আপনার।

কাসুন্দি মাছ( Fish in mustard sauce)

উপকরণ:

১।মাছ (ভেটকি, রুই, বাসা বা ইলিশ)-৫/৬ টুকরো

২।সর্ষের তেল ৫০০ গ্রাম

৩। আদা-রসুনের পেস্ট- ২ টেবিল চামচ

৪। কাসুন্দি বা সরিষার সস- ৩ টেবিল চামচ

৫। চাট মশলা- ১ চামচ

৬। গরম মশলা- ১ চামচ

৭।  কাঁচালঙ্কা কুচানো (ঝালের স্বাদ অনুসারে) 

৭। পাতিলেবুর রস

৮। ধনেপাতা-কয়েকটি

আরও পড়ুন: (পুজোয় বাড়িতে বয়স্ক অতিথি ? এই নিরামিষ পদ রেঁধে খাওয়ালেই ধন্য ধন্য করবে সকলে)

আরও পড়ুন: (পুজোয় বাড়িতে জমাটি আড্ডার প্ল্যান? সঙ্গে থাক এই মুখরোচক স্ন্যাকস, রইল রেসিপি)

রেসিপি:

১। প্রথমে মাছের টুকরোগুলো (আপনার পছন্দের ভেটকি, রুই বা বাসা) হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন।

২। সর্ষের তেল গরম করে তাতে মিহি করে কাটা লঙ্কা দিন। 

৩। আদা রসুনের পেস্ট দিয়ে দিন। হালকা আঁচে ভাজতে থাকুন

৪। ৬ টুকরো মাছের জন্য ৩ টেবিল চামচ কাসুন্দি (Mustard Sauce) নিন। 

৫। এতে কিছু চাট মশলা এবং সামান্য গরম মসলা দিন। 

৬। দেখবেন একটি সস তৈরি হয়েছে। সসে ভাজা মাছ যোগ করুন এবং মাছ ভালোভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। 

৭। শেষে উপর দিয়ে লেবুর রস ও ধনেপাতা দিয়ে সাজিয়ে নিন।

Haryana and JNK Election Haryana and JNK Election

Latest News

বিশ্বের সেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের ২২, বাংলাদেশের একটিও নেই পাকিস্তানে ফের শিয়া-সুন্নি সংঘাত, প্রাণ গেল দু'পক্ষের ১৬ জনের বাংলাদেশে খেলেই ‘সর্বকালের সেরা’ শাকিবকে অবসর নিতে পারবেন! সবুজ সংকেত সরকারের ১০দফা দাবিতে ডাক্তারদের অনশন, সেগুলো কী কী? ফেসবুকের পাতায় তুলে ধরলেন সুদীপ্তা ১০ ওভার বাকি থাকতে ১০ উইকেটে জয়, স্কটল্যান্ডকে ধ্বংস করে এক নম্বরে ইংল্যান্ড সোমেই নিম্নচাপ তৈরি হবে, বাড়বে শক্তি, লক্ষ্মীপুজোয় ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা? ‘‌সরকার আমাদের ধৈর্য্যের পরীক্ষা নিলে ভুল করবে’‌, সুর চড়ালেন কিঞ্জল–দেবাশিস প্রতিষেধকের আকাল, করাচিতে ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক শিশুর মৃত্যু ছিঃ ছিঃ!দুর্গা প্রতিমাকে কেটে ভাসানো হল নদীতে,ভিডিয়ো দেখিয়ে মমতাকে তোপ শুভেন্দুর বিজয়ার পোস্টে মা ও দুর্গামাকে মিলিয়ে দিলেন স্বস্তিকা, শুভেচ্ছায় 'না' শ্রীলেখার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.