বাংলা নিউজ > টুকিটাকি > Durga Puja 2024 Recipe: পুজোয় একদিন নিরামিষ আহারের নিয়ম ? পটলের এই পদ রাঁধলেই রসনার তৃপ্তি
পরবর্তী খবর

Durga Puja 2024 Recipe: পুজোয় একদিন নিরামিষ আহারের নিয়ম ? পটলের এই পদ রাঁধলেই রসনার তৃপ্তি

মা দুর্গার ভোগে নিজে হাতে কিছু বানিয়ে দিতে চান? বানিয়ে নিন ‘দুধ পটল’

Durga Puja 2024 veg recipe: এমন অনেক বাড়িতেই পুজোর সব কদিনই নিরামিষ খাওয়ার প্রচলন রয়েছে। আবার কেউ কেউ এক বা দুইদিন নিরামিষ পদ (Veg recipe) রান্না করেন বাড়িতে।

মহালয়া চলে এলো মানে তো পুজো শুরু। আর পুজো শুরু মানেই শুরু রকমারী খাওয়া দাওয়া। মানুষের ভিড়, বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখা কিংবা সারা রাত প্যান্ডেল হপিং। এইসবের জন্যই তো একবছর অপেক্ষা করে বাঙালিরা। আর সবকিছুর মাঝে আনন্দ বাড়ায় যেটি, সেটি হলো সুস্বাদু খাবার। বাড়িতে বা বাইরে দারুন দারুন সব খাবার না হলে তো পুজো অসম্পূর্ণ।এমন অনেক বাড়িতেই পুজোর সব কদিনই নিরামিষ খাওয়ার প্রচলন রয়েছে। আবার  কেউ কেউ এক বা দুইদিন নিরামিষ পদ (Veg recipe) রান্না করেন বাড়িতে। আজ শিখে নেওয়া যাক সম্পুর্ন নিরামিষ একটি রেসিপি, যা অনায়াসে ঠাকুরের ভোগ হিসাবেও নিবেদন করতে পারা যেতে পারে।পদটি হল দুধ পটল (Durga Puja 2024 recipe) । ভিন্ন ধরনের স্বাদের নিরামিষ রান্না খেতে চাইলে এই সমৃদ্ধ এবং ক্রিমি খাবারটি অবশ্যই থাকা উচিত আপনার মেনুতে।

আরও পড়ুন: (পুজোয় বাড়িতে বয়স্ক অতিথি ? এই নিরামিষ পদ রেঁধে খাওয়ালেই ধন্য ধন্য করবে সকলে)

আরও পড়ুন: (নবমীর দিন কব্জি ডুবিয়ে খান ‘চিকেন মহারানী’, সহজে বানিয়ে ফেলুন বাড়িতেই)

উপকরণ:

পটল- ৩০০ গ্রাম

সাদা তেল- ৫০০ গ্রাম

তেজপাতা কয়েকটি

জিরে- ১ চা চামচ

চিনি-২ টেবিল চামচ

আদা পেস্ট-২ চা চামচ

হলুদ- ১ চামচ

লাল লঙ্কার গুঁড়ো- ১ চামচ

দুধ- ৫০০গ্রাম

ঘি- ২ টেবিল চামচ

আরও পড়ুন: (পুজোয় বাড়িতে জমাটি আড্ডার প্ল্যান? সঙ্গে থাক এই মুখরোচক স্ন্যাকস, রইল রেসিপি)

রান্নার পদ্ধতি: 

১। পটলের খোসা ছাড়িয়ে দুই প্রান্ত চিরে দিন

২। কড়াইতে কিছুটা তেল গরম করুন 

৩। একটি তেজপাতা এবং জিরে যোগ করুন। 

৪। জিরে এবং ধনে পেস্ট এবং চিনি যোগ করুন এবং হালকা বাদামী হওয়া পর্যন্ত নাড়ুন। 

৫। তারপর আদার পেস্ট ও হলুদ এবং সামান্য জল দিয়ে দিন। পটল এবং লাল লঙ্কার পেস্ট যোগ করুন, তারপর সেদ্ধ দুধ দিন। 

৬। ভালোভাবে ফুটে উঠলে স্বাদমতো নুন দিন

৭। সবজি কষা না হওয়া পর্যন্ত ঢেকে রাখুন। 

৮। ঘি দিয়ে পরিবেশন করুন। গরম ভাতের সঙ্গে এই পদ সবচেয়ে সুস্বাদু লাগে। 

Haryana and JNK Election Haryana and JNK Election

Latest News

মণ্ডপে মারামারি পুলিশের ২ ভলান্টিয়ারের, ‘বিশেষ ভাষা গোষ্ঠীকে’ দোষ TMCP নেতার UEFA নেশন্স লিগে জয়ের সরণীতে ফিরল ইংল্যান্ড! আজ রাতে মুখোমুখি ফ্রান্স-বেলজিয়াম অশ্রাব্য গাল দিয়ে, ঝাঁটা মেরে বিদায় জানানো হয় মাকে, এই পুজোর রীতি বড় অদ্ভুত পুজো দেখতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি, দুটি বাইকের ধাক্কায় মৃত ৩ যুবক, আহত ৩ 'এই পবিত্র ভূমি রক্ষা কর', প্রকাশ্যে এল নিহত হেজবোল্লা প্রধানের অডিয়ো বার্তা বাবা হচ্ছেন অজি দলের মার্শ ও হেড, খেলবেন না সামনের গুরুত্বপূর্ণ সিরিজ 'বেশি শক্তি, ভালোবাসার' জন্য অবিবাহিত হয়েও দুর্গাবরণ করলেন স্বস্তিকা! খারাপ সময়ে বন্ধু দল থেকে বাদ পড়তেই ক্ষোভ প্রকাশ! পাক বোর্ডের রোষানলে ফাখর জামান আরজি কর কাণ্ডে বিপাকে সন্দীপ ঘোষ, সামনে চাঞ্চল্যকর তথ্য, নাম জড়াল আরও অনেকের বৃশ্চিকে ব্রহ্মযোগ! শুক্রের গমনে ৪ রাশির অসামান্য উপকার হবে, আসবে ব্যাপক টাকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.