বাড়ির বাইরে সুদূর দিল্লিতে কাজের সূত্রে রয়েছেন দীর্ঘদিন ধরে? পুজোর সময় বাড়ি যেতে পারেননি তাই কলকাতাতেই মন পড়ে রয়েছে? পাড়ার পূজা মিস করছেন ভীষণভাবে? দাঁড়ান, মন খারাপ করবেন না এক্কেবারে। দিল্লির সেরা কয়েকটি পুজোর ঠিকানা বলে দেওয়া হবে এই প্রতিবেদনে যেখানে গেলে আপনি পাবেন কলকাতার স্বাদ।
চিত্তরঞ্জন পার্ক: দিল্লির কেন্দ্রস্থলে এই স্থানে প্রচুর বাঙালি বসবাস করেন আর তাই এই স্থানটিকে বলা হয় ‘মিনি বেঙ্গল’। চিত্তরঞ্জন পার্কে মেলার মাঠ থেকে কালীমন্দির পর্যন্ত মোট আটটি দুর্গা পুজো হয়। এখানে অনুষ্ঠিত হয় আনন্দমেলা ফুড ফেস্টিভ্যাল, যেখানে আপনি দিল্লিতে বসেও ঘরের খাবারের স্বাদ পেতে হলে আপনাকে যেতেই হবে এই ফুড ফেস্টিভ্যাল।
(আরও পড়ুন: জলের ফোঁটা ফুটিয়ে তুলছে পুজোর আমেজ! প্রকৃতির গভীর ভাবনা শহরের এই পুজোয়)
নতুন দিল্লি কালীবাড়ি মন্দির দুর্গাপুজো: ১৯৩১ সালে প্রতিষ্ঠিত এই মন্দিরের পুজো দিল্লির প্রাচীনতম দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম। এক সময় এই কমিটির প্রধান সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু।
কাশ্মীর গেট দুর্গাপুজো: ১৯১০ সালে শুরু হওয়া এই দুর্গাপুজো হল দিল্লির সবথেকে প্রাচীনতম দুর্গাপুজো। এই পুজো বাংলা সিনিয়র সেকেন্ডারি স্কুল দ্বারা আয়োজিত হয়।
(আরও পড়ুন: ‘নারীদের যথেষ্ট সম্মান…’ ধর্ষকদের সঙ্গে তুলনা দেখে কী বলছে অসুর সম্প্রদায়?)
মিন্টো রোডের দুর্গাপুজো: এই দুর্গাপুজোয় এলে আপনি পেয়ে যাবেন কলকাতার আনন্দের স্বাদ। এখানে ধুনুচি নাচ থেকে শুরু করে সিঁদুর খেলা সবকিছুই হয় প্রথা মেনে। এখানে এলে পেয়ে যাবেন অসংখ্য খাবার স্টলে যেখানে মনের মতো খাবারের স্বাদ আস্বাদন করতে পারবেন আপনি।
মাতৃমন্দির দুর্গাপুজো: সফদরজং এনক্লেভের মাতৃ মন্দির দুর্গাপুজোয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত পরিবেশন থেকে শুরু করে ভারতীয় নৃত্য, সবকিছু মিলিয়ে এখানে ফুটে ওঠে বাঙালির ঐতিহ্য।