Durga Puja 2024: সুরুচির সংঘের (Suruchi Sangha Theme) পুজো মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো নামেই পরিচিত। চলতি বছর এই পুজো ৭১তম বর্ষে পদার্পণ করল। সুরুচি সংঘের থিম সং এবার গেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মহালয়ার দিন এই পুজো উদ্বোধন করেন মমতা (Mamata Bandyopadhyay)। একই সঙ্গে উদ্বোধন করা হয় সুরুচি সংঘের থিম সং। পুরাতন ও নতুনদের কথা উল্লেখ করেই রচনা করা হয়েছে এই গান।
আরও পড়ুন - Durga Puja 2024: পানিহাটিতে ১০০ ফুট উঁচু নজরকাড়া মণ্ডপ, প্রশাসনের সায় নিয়ে দানা বাঁধছে বিতর্ক
সুরুচি সংঘের এবারের থিম
সুরুচি সংঘের এবারের থিম ‘পুরোনো সেই দিনের কথা’। রবীন্দ্রনাথের এই বিখ্যাত গানেই লুকিয়ে রয়েছে পুজোর আমেজ। সময়ের হাত ধরে এবারের পুজো ফিরে গিয়েছে পুরোনো দিনে। পুরোনো দিনের বিশেষত্বকে এবার ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন মোটিফের মাধ্যমে, শিল্পের আঙ্গিকে। দক্ষিণের পুজো বরাবরই নজর কাড়ে তাদের আলোর কাজের মধ্যে দিয়ে। সুরুচির পুজো তার ব্যতিক্রম নয়। সুরুচির পুজোর আলোর কাজ প্রতিবারের মতোই চোখ ধাঁধিয়েছে এবারেও। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই সেই নিয়ে শুরু হয়েছে চর্চা।
আরও পড়ুন - Durga Puja 2024: রক্তক্ষয় এড়াতে আজও জঙ্গলমহলের এই গুহার ভিতরে চলে মায়ের আরাধনা, থাকে বিশেষ রীতি
সুরুচি সংঘের শিল্পী
সুরুচি সংঘের এবারের পুজো ভাবনার পিছনে রয়েছেন গৌরাঙ্গ কুইল্যা। চলতি বছরের থিম হিসেবে ‘পুরোনো সেই দিনের কথা’কে শিল্পী ফুটিয়ে তুলেছেন বিভিন্ন ইনস্টলেশন ও আলোর কাজের মধ্যে দিয়ে। মহালয়ার দিন এই পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর হাতে। একই সঙ্গে এই দিন তিনি নিজের গাওয়া থিম সংয়েরও উদ্বোধন করেন।
আরও পড়ুন - Durga Puja 2024: সপ্তমীতে ছোঁড়া হয় ৫ রাউন্ড গুলি! মালদার এই দুর্গাপুজোয় বিশেষ কারণে এই রীতি
সুরুচি সংঘের থিম সং
‘পুরোনো সেই দিনের কথা’র সঙ্গে তাল মিলিয়ে এবারের থিম সং যেন রচনা করেছেন মুখ্যমন্ত্রী। গানের মধ্যে পুরাতনকে সঙ্গে নিয়ে নতুনদের চলার বার্তা রয়েছে। সুদিনের পিছনে পুরাতনের অবদানের কথা উল্লেখ করা হয়েছে ওই গানে। অন্য দিকে, এই গানটিতে সুর করেছেন বিখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি। পাশাপাশি গানটি গেয়েছেন দেশের বিখ্য়াত শিল্পী মহালক্ষ্মী আইয়ার। আপাতত ‘দিন বদলায় নতুন আসে, পুরাতন তবু স্মৃতিতে ভাসে/ অতীতকে ভুলে যেও না, ভুলো না ওদের ভুলো না’-র সুরে ভাসছে সুরুচির পুজো মণ্ডপ।