বাংলা নিউজ > টুকিটাকি > Durga Puja 2024: স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে ধর্ষকরা, অভয়ার জীবনের ‘বাস্তবতা’ সাঁতরাগাছির এই পুজোয়
পরবর্তী খবর

Durga Puja 2024: স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে ধর্ষকরা, অভয়ার জীবনের ‘বাস্তবতা’ সাঁতরাগাছির এই পুজোয়

অভয়ার জীবনের ‘বাস্তবতা’ সাঁতরাগাছির এই পুজোয়

Durga Puja 2024:আগামীকাল মহালয়া। আর মহালয়া মানেই আকাশে বাতাসে দুর্গা পুজোর (Durga Puja) আমেজ। থিমের পুজোতে কলকাতা শহরকে এখন বিভিন্ন জেলার পুজো টেক্কা দিতে শুরু করেছে। সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাবেও (Santragachi Kalpataru Sporting Club) এবার অভিনব থিমের মাধ্যমে উদযাপিত হবে ৪১তম বর্ষের পুজো। অগাস্ট মাসে নারকীয় ধর্ষণের ঘটনা ছাপ ফেলেছে সারা দেশের মনে। বর্তমানে গোটা রাজ্য এই হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদে উত্তাল। অভয়া ধর্ষণের মর্মান্তিক ঘটনাকেই এবার থিমের প্রাণ করে তুলতে চায় সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাব।

থিমের খুঁটিনাটিতে অভয়ার প্রতিচ্ছবি

শিল্পীর নিপুণ টানে সমাজের বাস্তব চিত্রের বিরুদ্ধে প্রতিবাদ উঠে এসেছে। প্যান্ডেলের দেওয়ালে অক্ষরের আকারে ফুটে উঠেছে অভয়ার চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে না পারার আক্ষেপ। এই বাস্তব যেন এক স্বপ্নের মৃত্যুর কথা বলে। প্রকট করে তোলে এক সম্ভাবনার মৃত্যুর চিত্র। প্যান্ডেলে ঢোকার মুখেই পথ আটকে কুড়ি ফুট লম্বা একটি প্রতীকী মেরুদন্ড - যা বর্তমান আন্দোলনের কথা বারবার মনে করিয়ে দেয়।

কী বলছেন মণ্ডপশিল্পী ?

শিল্পী সৌরভ ঘোষ সংবাদমাধ্যমকে জানাচ্ছেন, এই মেরুদন্ড মানুষের মনুষ্যত্ব এবং বিবেকের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে চেয়েছিল মেয়েটি। তাই গোটা মণ্ডপ জুড়ে স্বপ্নের মোটিফ হিসেবে মুখ বাঁধা ছোট ছোট থলি ব্যবহার করা হয়েছে। যে স্বপ্ন প্রতিদিন বাস্তবতার আঘাতে টুকরো টুকরো হয়ে যায়। একই সঙ্গে মণ্ডপে মুখ বাঁধা ছোট ছোট থলির পেছনে কাঁকড়াকে মোটিফ হিসাবে দেখানো হয়েছে। যা আদতে মানুষের মনুষ্যত্ব বিকাশের পথে পরিপন্থী। যা মানুষকে পেছন থেকে টেনে ধরে। সমাজে অন্যায় ঘটতে দেখেও অনেকে নির্বিকার থাকেন। সেই সব মানুষের নির্লিপ্ততা বোঝাতে ছোট ছোট মূর্তির চোখে কালো কাপড় ব্যবহার করা হয়েছে। ঠুলি পরে থাকার প্রতীকী প্রকাশ।

থিমের খুঁটিনাটি
থিমের খুঁটিনাটি

আরও পড়ুন - Durga Puja 2024: দক্ষিণের এই মন্দিরের সাজে সেজে উঠবে শ্রীভূমি, কী কী চমক দর্শকদের জন্য ?

মণ্ডপে ঢোকার মুখেই মেরুদণ্ড

বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কেল (Durga Puja 2024 Theme) এবার তাদের মণ্ডপে মেরুদণ্ড নির্মাণ করেছিল থিমের অংশ হিসেবে। কিন্তু সে নিয়ে খবর হতে না হতেই তা সরিয়ে দেওয়া হয়। বলা হয়, আরজি কর কাণ্ডের সঙ্গে এর যোগ নেই। তাই ভুল বোঝাবুঝি এড়াতে এই সিদ্ধান্ত। কিন্তু সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাবে সচেতনভাবে আরজি কর কাণ্ডকে ঘিরেই ব্যবহার করা হচ্ছে মেরুদণ্ড - মানুষকে সচেতন করে তুলতেই এই উদ্যোগ।

Latest News

শ্রীলঙ্কা সফরের জন্য উইন্ডিজের ODI ও T20I দল ঘোষণা, টিমে নেই এই চার সুপারস্টার তিলোত্তমার ন্যায়বিচারের আশায় এবার দেবীর আরাধনা লণ্ডনের প্রবাসী বাঙালিদের 'পথে এবার নামো সাথী' গানে রাস্তাতে নাচলেন শ্রীলেখা, লিখলেন, ‘জানি মোটা লাগছে…' সপ্তমীর দুপুর জমে যাক চিংড়ি পোস্তর সাথে, রাঁধবেন কীভাবে? গণতন্ত্রে বিশ্বাসী রূপা চান তৃণমূলের 'ভালো নেতা'দের ভোট দিয়ে জেতাক মানুষ আগামিকাল কেমন কাটবে? রবিবারে ভাগ্যের সাহায্য পাবেন? জানুন ৬ অক্টোবরের রাশিফল অ্যামেলিয়াও জানত ও আউট…এখনও রান আউট নিয়ে হাহুতাশ করে যাচ্ছে ভারত দুরন্ত বেথ মুনি, অস্ট্রেলিয়ার সহজ জয়! সেমির দৌড় থেকে ছিটকে যেতে পারে শ্রীলঙ্কা অষ্টমীতে জম্পেশ ভূরিভোজ চাই? সরষে চিকেন রাখুন মেনুতে, রইল রেসিপি সত্যিকারের এক ব্যাঙ্ক ডাকাতকে নিয়ে তৈরি বহুরূপী! শিবপ্রসাদ বললেন, ‘সে এখন…’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.