বিয়ে বাড়ি হোক বা দুর্গাপুজো (Durga Puja 2024), মুখে যতই জেল্লা আনার চেষ্টা করুন না কেন ব্রণরও উৎপাত (Achne Problem) হবেই। মায়ের আগমনের আগেই এই অযাচিত অতিথির আগমন আটকানোর জন্য আপনাকে ভরসা রাখতে হবে ঘরোয়া টোটকার ওপর। আজ এই প্রতিবেদনে আপনি জানবেন ঠিক কী কী উপায়ে অবলম্বন করলে পুজোর আগে ঝকঝকে ত্বকের অধিকারিনী হতে পারবেন আপনি।
অ্যালোভেরা জেল: যদি নিয়মিত মুখে অ্যালোভেরা জেল মাখেন তাহলে কিন্তু ব্রণ হওয়ার প্রবণতা অনেক বেশি কমে যায়। প্রতিদিন অ্যালোভেরা জেলার সঙ্গে গোলাপ জল, আমন্ড অয়েল এবং ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল একসঙ্গে মিশিয়ে যদি রাতে মেখে ঘুমোতে যান, তাহলে ব্রণর হাত থেকে মুক্তি পাবেন তো বটেই, ত্বকের আদ্রতাও বজায় থাকবে।
(আরও পড়ুন: পুজোয় পার্টি হোক বা আড্ডা, চর্চায় থাক লিভিং রুম! জানুন ঘর সাজানোর মোক্ষম টিপস)
বেসন দিয়ে ফেসপ্যাক: মুখের যে কোনও দাগ এবং ব্রণ থেকে মুক্তি পাওয়ার জন্য বেসনের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন আপনি। বাড়িতে বেসনের সঙ্গে টক দই এবং এক চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে মেখে রেখে রেখে দিন কিছুক্ষণ। ২০ মিনিট পর ভালো করে মুখ ধুয়ে নিন। এই ফেসপ্যাক আপনার ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করবে এবং মুখের ট্যান তুলে দেবে অনবদ্যভাবে।
মুলতানি মাটি: বাড়িতে মুলতানি মাটি থাকলে তার সঙ্গে চন্দন গুঁড়ো এবং গোলাপজল মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এই ফেসপ্যাক মুখে মেখে ১৫ মিনিট অপেক্ষা করুন। এটি আপনার মুখ থেকে অতিরিক্ত তেল ময়লা পরিষ্কার করে আপনার ত্বক করে তুলে ঝলমলে।
(আরও পড়ুন: বর্ধমানের এই পুজোর থিম এবার জম্মু-কাশ্মীরের মন্দির! কোন চমক রয়েছে দর্শকদের জন্য?)
অতিরিক্ত টিপস: ব্রণ হলে একেবারেই মুখে হাত দেবেন না। হাতের ময়লা যদি বারবার ত্বকে লাগে তাহলে এই সমস্যা আরও বেশি বেড়ে যায়। ব্রণ হলে কানে মোবাইল দিয়ে কথা বলবেন না। প্রয়োজনে হেডফোন ব্যবহার করুন। মোবাইলে সব থেকে বেশি নোংরা থাকে যা ত্বকে মিশে এই সমস্যা আরও বেশি বাড়িয়ে দেয়।
ব্রণ থাকলে যদি আপনি তার ওপর মেকআপ করেন, তাহলে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। তাই অবশ্যই চেষ্টা করুন ব্রণ হলে মেকআপ এড়িয়ে চলার। ব্রণ হলে বালিশ কভারও প্রত্যেকদিন পরিষ্কার করার চেষ্টা করুন। এছাড়া স্বাস্থ্যকর ডায়েট এবং অতিরিক্ত জল খেলে এই সমস্যা থেকে খুব সহজে মুক্তি পাওয়া যায়।