দেখতে দেখতে চলেই এল দশমী। দশমী মানেই মায়ের বিদায়ক্ষণ উপস্থিত। বৃষ্টির আবহ যেন আরও বেশি করে মন খারাপ করে দেয় এই সময়। সিঁদুরখেলা, মিষ্টিমুখ থাকলেও মাকে বিদায় জানাতে হবে এই বছরের মতো। আবারও একটি বছরের অপেক্ষা শুরু হতে চলেছে কয়েক ঘণ্টার মধ্যে। পরের বছর অর্থাৎ ২০২৬ সালে দুর্গাপুজো পড়ছে অক্টোবর মাসে।
পরের বছর অর্থাৎ ২০২৬ সালে কোন মাসে পুজো
চলতি বছরে সেপ্টেম্বর মাসের শেষ দিকে ছিল দুর্গাপুজো। গত বছর অর্থাৎ ২০২৪ সালের তুলনায় এই বছর কিছুদিন আগেই শুরু হয়ে গিয়েছিল দুর্গাপুজো। কিন্তু দৃক পঞ্চং মতে, আগামী বছর অক্টোবরে মাসেই দুর্গাপুজো হতে চলেছে। এর ফলে আমাদের অপেক্ষা করতে হবে এক বছরের কিছুটা বেশি সময়। প্রথমে জেনে নেওয়া যাক পরের বছর কত তারিখ থেকে পুজো শুরু ও কত তারিখে শেষ।
২০২৬ সালে দেবীপক্ষের শুরু কবে?
পরের বছর অর্থাৎ ২০২৬ সালে ১০ অক্টোবর শুরু হচ্ছে দেবীপক্ষ। অর্থাৎ ওই দিন মহালয়া। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার মধ্যে দিয়ে ধ্বনিত হবে দেবীর আগমন বার্তা। তবে পরের বছরের পুজোয় থাকে একটি বিশেষত্ব। যা সবার জন্য আদতে খুশির খবর।
আরও পড়ুন – আসছে বছর আবার হবে! মায়ের বিদায়বেলায় প্রিয়জনদের জানান বিজয়া দশমীর শুভেচ্ছা
আরও পড়ুন – বিজয়া দশমীর নিমকি হবে মুচমুচে-ফুলকো, যাবে না মিইয়ে, দেখে নিন এই স্পেশাল রেসিপি
দুর্গাপুজো ২০২৬-এর দিনক্ষণ
দৃক পঞ্চং মতে, পরের বছর দুর্গাপুজো শুরু ১৬ অক্টোবর ও শেষ ২১ অক্টোবর। এই বছর চতুর্থী দুদিন ছিল। পরের বছর ষষ্ঠী দুদিন পড়ছে। অর্থাৎ দ্বিগুণ আনন্দের সুযোগ পাবেন সকলেই।
ষষ্ঠী - ১৬ অক্টোবর, ২০২৬ (২৯ আশ্বিন, ১৪৩৩) ও ১৭ অক্টোবর ২০২৬ (৩০ আশ্বিন, ১৪৩৩)
সপ্তমী - ১৮ অক্টোবর ২০২৬ (১ কার্তিক, ১৪৩৩)
অষ্টমী - ১৯ অক্টোবর ২০২৬ (২ কার্তিক, ১৪৩৩)
নবমী - ২০ অক্টোবর ২০২৬ (৩ কার্তিক, ১৪৩৩)
দশমী - ২১ অক্টোবর ২০২৬ (৪ কার্তিক, ১৪৩৩)