পুজো এসে গিয়েছে। অনেকেই পুজোর ছুটিতে পাহাড়ে ঘুরতে যেতে ভালোবাসেন। আর তার আগে পর্যটকদের জন্য বড় পদক্ষেপ নিল আলিপুরদুয়ার জেলা প্রশাসন। ‘ডুয়ার্স দর্শন’ প্যাকেজ চালু করল প্রশাসন। জেলা প্রশাসন এবং বেসরকারি ট্যুরিজম সংস্থার উদ্যোগে এই পরিষেবা শুরু করা হয়েছে। যার মাধ্যমে অতি সহজেই ডুয়ার্সের বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। রবিবার মাদারিহাট থেকে এই পরিষেবা শুরু হয়েছে। এর জন্য খরচও রাখা হয়েছে সাধ্যের মধ্যে।
আরও পড়ুন: গরুমারা তো অনেক হল! ঘুরে আসুন ছাওয়াফেলি, সুরক্ষায় এবার টুরিস্ট পুলিশ
কোথায় কোথায় ঘুরতে পারবেন পর্যটকরা?
জানা গিয়েছে, এই প্যাকেজে বাসে করে পর্যটকরা বিভিন্ন জায়গায় ঘুরতে পারেবন। মাদারিহাট থেকে শুরু করে ভুটানের ফুন্টশোলিং হয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিমা ভিউ পয়েন্টে যাবে বাস। সেখান থেকে রাজাভাতখাওয়া মিউজিয়াম, জয়ন্তী রিভার ভিউ হয়ে মাঝের ডাবরি চাবাগান ও সিকিয়াঝোরা পার্ক ঘুরে ফের মাদারিহাটে ফিরবে। একদিনের এই ভ্রমণ প্যাকেজের জন্য খরচ পড়বে পর্যটক পিছু মাত্র ৯৯৯ টাকা করে। এই টাকার মধ্যেই পর্যটকদের দেওয়া হবে দুপুরের খাবারও।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনই দুটি করে এসি বাস চালানো হবে। সেগুলির আসন সংখ্যা ১৬টি করে। সরাসরি এই ভ্রমণের জন্য বুকিং করা যাবে। পাশাপাশি অনলাইনেও বুকিং করতে পারবেন পর্যটকরা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার মাদারিহাট থেকে এই ভ্রমণ প্যাকেজের সূচনা করেন জেলা শাসক আর বিমলা।
এদিন ভ্রমণ প্যাকেজের সূচনা করে আর বিমলা জানান, জেলায় বিভিন্ন পর্যটন এলাকা রয়েছে। সেগুলি প্রচার ও প্রসারের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কম গাড়ি ভাড়ার কারণে এবার অনেক বেশি সংখ্যায় পর্যটকরা বিভিন্ন স্থানে ঘুরতে পারেবন। এটি একটি দারুন উদ্যোগ। বেসকারি সংস্থা এই ট্যুর পরিচালনা করলেও। সরকারি নিয়মেই তা চলবে।অন্যদিকে, বেসরকারি সংস্থার তরফে জানানো হয়েছে, প্যাকেজ শুরু হয়েছে। তবে এখনও বেশ কিছু বিষয়ে সিদ্ধান্তগ্রহণ হয়নি। সে বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। তারপরে এই সমস্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বাস দুটি মাদারিহাট লজ থেকে প্রতিদিন সকালে যাত্রা শুরু করবে। এরপর এই সমস্ত দর্শনীয় স্থান ঘোরা শেষে সন্ধ্যায় আবার মাদারিহাট ট্যুরিস্ট লজে ফিরে আসবে। পুজোর মরশুমে এই ভ্রমণ প্যাকেজে ভালো সাড়া মিলবে বলেই মনে করছে জেলা প্রশাসন।