দুর্গাপুজোর আর মাত্র ১০দিন বাকি। নিশ্চয় পুজোর কেনাকাটি সব হয়ে গিয়েছে। কিন্তু এই পুজোয় খালি নিজেকে সাজালে হবে? ঘরকেও সাজিয়ে তুলুন নতুন করে। না শুধু পরিষ্কার করার কথা বলছি না, সে তো অনেকেই করে থাকেন। এবার অন্য কিছু হয়ে যাক। ভাবছেন সেটা কী? আসুন দেখে নেওয়া যাক।
কম খরচে বাড়িটিকে নতুন রূপে সাজিয়ে তুলুন। কিন্তু ভাবছেন গোটা বাড়ি সাজানো মানেই তো সেটা বিশাল খরচের ব্যাপার! একদমই নয়। অল্প টাকাতেই বাড়ির ভোল বদল করা সম্ভব। কী করে আসুন দেখে নিন।
১. মূল দরজার বাইরে লাগিয়ে ফেলুন আসল গাঁদার মালা। দরজার দুই পাশে টাঙাতে পারেন চাঁদমালা। এতে বেশ একটা পুজো পুজো ফাইল আসবে।
২. আলপনা দিতে পারেন দরজার সামনে। আলপনা মাঝে বসাতে পারেন প্রদীপ।
৩. ঠাকুরঘর সাজিয়ে তুলুন। এখানেও দিন আলপনা। একটা বড় পেতলের বাটিতে জল দিয়ে তাতে দিয়ে দিন বেশ কয়েকটি নকল পদ্ম। প্রদীপ দিয়ে সাজিয়ে তুলুন।
৪. টেবিল ক্লথ পাল্টে ফেলুন। সাধারণ টেবিল ক্লথ এর বদলে পাতুন সাদা লালে টেবিল ক্লথ। এতে বেশ একটা বাঙালিয়ানার ছোঁয়া পাওয়া যাবে। একই ভাবে সোফার কভার বদলে ফেলতে পারেন।
৫. বদলান কুশনের কভার। শিউলি ফুল আঁকা কিংবা পদ্ম আঁকা কভার ব্যবহার করতে পারেন।
৬. ঘরের বিভিন্ন জায়গায় সাদা লালের পর্দা টাঙাতে পারেন। পুরনো জামদানি শাড়ি থাকলে সেটা কেটেও পর্দা বানিয়ে ফেলতে পারেন।
৭. ঘরের সাইড টেবিলে একটা বাটি করে কিছু শিউলি ফুল রাখতে পারেন।
এভাবেই অভিনব উপায়ে সাজিয়ে তুলতে পারেন নিজের ঘর। পাওয়া যাবে একটা পুজো পুজো ফিল। সঙ্গে বদল করা হবে লুকও।