Lipstick using tips: লিপস্টিক কি ঠোঁটর রঙ কালো করে দেয়? এমন প্রশ্ন অনেকের মনেই রয়েছে। ডারমাটোলজিস্ট রিচা সিং বলছেন, ‘লিপস্টিক হতেই পারে আপনার কালো ঠোঁটের নেপথ্যের রহস্য। লিপস্টিকে এমন কিছু রাসায়নিকের পরিমাণ থাকে, যার ফলে লিপস্টিক রোজ ব্যবহার করলে ঠোঁট কালো হতে পারে।’
1/6লিপস্টিকের রঙ পছন্দ করা আর লিপস্টিক লাগানোর কায়দা, সকলের দ্বারা হয় না! ঠোঁটের আদল, মুখের মেক আপের সঙ্গে মানিয়ে লিপস্টিক যেমন জরুরি, তেমনই পোশাকের উজ্জ্বলতাও লিপস্টিকের রঙের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর। দুর্গাপুজোর নবমীতে রাতের সাজের আগে দেখে নেওয়া যাক লিপস্টিক ঘিরে কিছু টিপস।
2/6লিপস্টিক কি ঠোঁটর রঙ কালো করে দেয়? এমন প্রশ্ন অনেকের মনেই রয়েছে। ডারমাটোলজিস্ট রিচা সিং বলছেন, ‘লিপস্টিক হতেই পারে আপনার কালো ঠোঁটের নেপথ্যের রহস্য। লিপস্টিকে এমন কিছু রাসায়নিকের পরিমাণ থাকে, যার ফলে লিপস্টিক রোজ ব্যবহার করলে ঠোঁট কালো হতে পারে।’ জেনে নেওয়া যাক কালো ঠোঁটকে সুন্দর করার কিছু টিপস।
3/6লিপস্টিক কীভাবে ব্যবহার করবেন- বলা হচ্ছে, লিপস্টিক ব্যবহারের সময় অবশ্যই দেখে নিন তাতে কোন কোন উপাদান রয়েছে। লিপস্টিকের গুণমান ভালো হলে ঠোঁট কালো হয় না। লিপস্টিকে রুক্ষ রাসায়নিক থাকলে, তার থেকে দূরে থাকুন। ম্যাগনেশিয়াম ও ক্রোমিয়ামের মতো রাসায়নিক থাকলে তার থেকে দূরে থাকুন।
4/6পুরনো লিপস্টিক কি ব্যবহার করছেন? চিকিৎসকরা বলছেন, কোনও মতেই পুরনো লিপস্টিক ব্যবহার করবেন না। এক্সপায়ার হয়ে যাওয়া লিপস্টিক কিন্তু ঠোঁট কালো করার অন্যতম কারিগর বলে সতর্ক করছেন চিকিৎসকরা।
5/6ঠোঁটের জন্য সানস্ক্রিন- ঠোঁট কালো হওয়ার অন্যতম কারণ রোদের তেজ। রোদ থেকে বাঁচতে ঠোঁটেরও প্রয়োজন সানস্ক্রিন। যে লিপবামে এসপিএফ ২০ রয়েছে, তেমনই কোনও লিপবাম ব্যবহার করুন। এতে ঠোঁট কালো হবে না।
6/6এক্সফোলিয়েট- মূলত, এক্সফলিয়েট করলে ঠোঁটের ত্বক ভালো থাকে। ত্বকের থেকে পুরনো ডেড স্কিন বেরিয়ে যায়। প্রতিনিয়ত অলিভ অয়েলে চিনি গুলে তা ঠোঁটে লাগান, এতেই ঠিক হবে ঠোঁটের কালোভাব।