দুর্গাপুজোর সময় বেড়াতে যাওয়ার পরিকল্পনা। এদিকে ছুটি কম। আবার বাজেটও কম? সঙ্গে আবার অফবিট বা ভিড় কম হয় এমন জায়গা খুঁজছেন? তাহলে চটপট প্ল্যান বানিয়ে ফেলুন দার্জিলিংয়ের এই পাহাড়ি গ্রামগুলোয়। রইল সম্পূর্ণ ট্রিপ প্ল্যান।
দার্জিলিংয়ের কোন কোন গ্রামে যেতে পারেন?
দেখুন, আমরা যাঁরা উত্তরবঙ্গ ভালোবাসি বা অল্প দিনের ছুটিতে পাহাড় ঘুরতে চাইলেই যাঁদের মাথায় দিপুদার দার কথা মাথায় আসে তাঁরা সবসময়ই দার্জিলিং শহর ঘোরার পাশাপাশি তার আশেপাশে অবস্থিত অফবিট গ্রামেরও খোঁজ করি যেখানে ভিড় কম হয়। আবার সাধ্যের মধ্যে আয়েশ করে থাকা যায়। আপনিও যদি এমন কিছু খুঁজে থাকেন তাহলে পুজোর সময় যেতে পারেন:
কোলবং: এই ছোট্ট পাহাড়ি গ্রামটা দার্জিলিং শহর থেকে ৩৮ কিমি দূরে অবস্থিত। এখানে বিভিন্ন রেঞ্জের হোমস্টে পেয়ে যাবেন। ১০০০ থেকে ২০০০ মধ্যে পার হেড পার ডে থাকা খাওয়া হয়ে যাবে।
আরও পড়ুন: কম বাজেটে ২-৩ দিনের জন্য পুজোর ছুটিতে বেড়াতে যেতে চান? ভিড় এড়াতে ঘুরে আসুন অফবিট পুরুলিয়া
তাবাকোষী: এটা মিরিকের কাছে অবস্থিত। চারিদিকে সবুজে ঘেরা চা বাগান, আর ছোট্ট একটা নদী রয়েছে। ঢেউ খেলানো সবুজ আর নদীর পাড়ে বসে আরাম করে দিন কেটে যাবে। এখানে পার ডে পার হেড থাকা খাওয়ার খরচ পড়বে ১৫০০-১৮০০ টাকার মধ্যেই।
শিব ইকো ক্যাম্প: এটা একেবারেই দার্জিলিংয়ের কাছে অবস্থিত। মাত্র ৪ কিমি দূরে। অথচ নির্জনতায় এখানে সুন্দর ভাবে দুদিন কেটে যাবে। খরচ? এক একদিন এক একজনের মাত্র ১২০০-১৫০০ টাকা খরচ হবে।
আরও পড়ুন: পুজোয় ভ্যাপসা গরমেও মেকাপ টিকিয়ে রাখতে চান? মাথায় রাখুন এই টিপসগুলি
কাফেরগাঁও: এটা কালিম্পং শহর থেকে মাত্র ৩১ কিমি দূরে অবস্থিত। এখানে সবুজের মধ্যে নিরিবিলি সময় কাটাতে পারবেন। খরচ পড়বে মাত্র ১২০০-১৫০০ টাকা করে পার ডে পার হেড।
কীভাবে যাবেন?
ট্রেনে তো রয়েছেই। আর ট্রেনের টিকিট যদি না পান কুছ পরোয়া নেই। বাস রয়েছে, স্লিপার, সিটিং সব ধরনের বাস পেয়ে যাবেন এস্প্ল্যানেড থেকে। খরচ পড়বে ৮০০-৩০০০/৩৫০০ এর মধ্যে। শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি নেমে শেয়ার গাড়ি নিন বা একসঙ্গে অনেকে থাকলে গাড়ি বুক করে নিন। যা খরচ পড়বে ভাগ করে নেবেন। হাজার ১০ এর মধ্যে সুন্দর ভাবে পুজোর ট্রিপ সেরে ফেলতে পারবেন ৩-৪ দিনের জন্য।