দুর্গাপুজোয় কী করবেন এখনও প্ল্যান হয়নি? অফিসের ব্যস্ততা, স্ট্রেস, শহুরে কোলাহল থেকে দূরে নিরিবিলি বা প্রকৃতির মধ্যে কোথাও গিয়ে থাকতে চান? বা স্রেফ শুয়ে বসে খেয়ে দিন কাটাতে চান, এদিকে পাহাড় বা সমুদ্রে যাওয়ার ইচ্ছে নেই? ঘুরে আসুন বেলুন ইকো ভিলেজ। বা বেলুন জলবাড়ি।
আরও পড়ুন: 'আগে জানলে এই পেশায় আসতাম না...' কেরালা স্টোরির পর জনপ্রিয়তা তুঙ্গে, তাও হঠাৎ কেন এমন বললেন আদা?
কোথায় অবস্থিত, কীভাবে যাবেন?
দেখুন, এই বেলুন জলবাড়ি অবস্থিত বর্ধমানে। এখানে আপনি ট্রেনে যেতে পারেন বা নিজের গাড়িতে। গাড়িতে গেলে গুগল ম্যাপ সহায়। আর ট্রেনে গেলে নামতে হবে শিবলুন স্টেশনে। আর এখানে যাওয়ার সেরা ট্রেন জঙ্গিপুর রোড এক্সপ্রেস। ভোর সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদহ থেকে ছাড়ে। ভাড়া ৮৫ টাকা মাত্র! ট্রেনের কিচিরমিচির, নানা ধরনের খাবার খেতে খেতে সকাল সাড়ে ৯ টার মধ্যে পৌঁছে যান শিবলুন। স্টেশনেই অপেক্ষা করবে টোটো। চেপে ১৫ মিনিট আধ ঘণ্টায় পৌঁছে যান গন্তব্যে। আর ফিরতি পথে যে কোনও ট্রেনে কাটোয়া চলে আসুন। ওখান থেকে শিয়ালদহের যে কোনও ট্রেন ধরে ফিরে আসুন।
কী করবেন? কী দেখবেন?
বেলুন জলবাড়িতে আপনি হয় রুম নিতে পারেন যেখানে একসঙ্গে চার জন থাকা যায়, আর নইলে ডরমেটরি পাবেন। রয়েছে একটু অন্যরকমের বাথরুম। রয়েছে জঙ্গলের মাঝে বাথটব। রয়েছে অফুরান ফুলের গাছ, রয়েছে প্রচুর পাখি, একটি কালীমন্দির। সঙ্গে জলবাড়ির ঠিক পাশ দিয়ে বয়ে গিয়েছে শিবাই নদী। নৌকো চড়ার ব্যবস্থা আছে। আছে একটি ম্যান মেড ফরেস্ট। আর? আর ধরুন রাতের বেলা নদীর তীরে বসে বাউল গান শুনছেন আর কিছু দূরেই শিয়ালের ডাক শুনতে, আনাগোনা বুঝতে পারবেন। রাতে বারান্দা দিয়ে বা চাল দিয়ে হেঁটে বেড়ানোর শব্দ পাবেন। এছাড়া খাওয়ার সময় বনবিড়ালের দেখা পেতে পারেন রাতের বেলায়। বুঝতে পারছেন অ্যাডভেঞ্চারটা? সকাল থেকে রাত পেয়ে যাবেন দুর্দান্ত সব খাবার। মানে আয়েশের আয়েশ হবে। আবার জমিয়ে ভুরিভোজ। যদি চান সামনে গঙ্গার থেকে ঘুরে আসতে পারেন। ভাগ্য প্রসন্ন হলে গ্যাঞ্জেটিক ডলফিনের দেখা পেতে পারেন।
আর সদলবলে গেলে সঙ্গে ক্রিকেট কিট বা ব্যাডমিন্টন নিয়ে যেতে পারেন। সামনের বড় মাঠে দারুন খেলা জমবে।
আরও পড়ুন: 'মানসিক সুস্থতা কামনা করি', আরজি করে নির্যাতিতার মূর্তি বসতেই কটাক্ষ BJP-র তরুণজ্যোতি, গায়ক সুরজিৎদের
টাকা পয়সা কেমন খরচ হবে?
এখানে প্রতিদিন প্রতি জন ২৫০০ টাকা ভাড়া। ৫ থেকে ১০ বছর বয়সী কেউ গেলে তার জন্য লাগবে ১৫০০। আর ৫ বছরের ছোটরা কমপ্লিমেন্টারি।