বাংলা নিউজ > টুকিটাকি > Durga Puja Trip: বাজেটে অফবিট উত্তরবঙ্গের প্ল্যান করছেন? পুজোর ৪ দিনে ঘুরে আসুন মাজুয়া-সান্তুক
পরবর্তী খবর

Durga Puja Trip: বাজেটে অফবিট উত্তরবঙ্গের প্ল্যান করছেন? পুজোর ৪ দিনে ঘুরে আসুন মাজুয়া-সান্তুক

পুজোর ৪ দিনে ঘুরে আসুন মাজুয়া-সান্তুক

Durga Puja Trip: দুর্গাপুজোর সময় উত্তরবঙ্গে যাওয়ার পরিকল্পনা করছেন? কিন্তু ভিড়ভাট্টা এড়াতেও চাইছেন? কোনও ব্যাপার না। বাজেটে চারদিন ঘুরে আসুন মাজুয়া এবং সান্তুক। কীভাবে যাবেন, কোথায় থাকবেন জেনে নিন।

দুর্গাপুজোর সময় উত্তরবঙ্গে যাওয়ার পরিকল্পনা করছেন? কিন্তু ভিড়ভাট্টা এড়াতেও চাইছেন? কোনও ব্যাপার না। বাজেটে চারদিন ঘুরে আসুন মাজুয়া এবং সান্তুক। কীভাবে যাবেন, কোথায় থাকবেন জেনে নিন।

আরও পড়ুন: OTT-র পর্দায় 'দুর্গা' রাজনন্দিনীর পাশে 'মহাদেব' রোহন! অন্যান্য কোন চরিত্রে কাদের দেখা গেল?

সবার আগে বলি দুটো জায়গা কোথায়?

মাজুয়া সিঙ্গলিলা জাতীয় উদ্যানের কাছেই এটা অবস্থিত। শিলিগুড়ি থেকে ১১৭ কিমি দূরে। বুঝতেই পারছেন আশেপাশে গহীন জঙ্গল থাকার ফলে প্রচুর পাখি তো দেখা যাবেই। সঙ্গে দেখা মিলতে পারে রেড পান্ডা, প্যাঙ্গোলিনদের। ফলে যাঁরা পশুপ্রেমী বা পাখিদের ছবি তুলতে পছন্দ করেন তাঁদের জন্য একেবারে আদর্শ জায়গা। একই সঙ্গে যাঁরা প্রকৃতির কোলে নিভৃতিতে থাকতে ভালোবাসেন তাঁরাও অবশ্যই যাবেন।

অন্যদিকে সান্তুক কিন্তু কালিম্পংয়ে। তাই দুটোর দূরত্ব বেশ ভালোই। ফলে দুটো জায়গা একসঙ্গে কভার করতে চাইলে এক জায়গা দিয়ে আরেক জায়গা যেতে গেলেই বেশ অনেকগুলো জায়গা দেখা হয়ে যাবে। সেখানেও মাজুয়ার মতোই ঝোরা তো পাবেনই, সঙ্গে পাবেন দুর্দান্ত সিনিক বিউটি। আর এটাকে কিন্তু অনেকেই উত্তরবঙ্গের বালি বলেন। কেন? এখানকার বিখ্যাত হোমস্টেতে বালির মতোই সেই দোলনা সহ একাধিক ফটো তোলার ফাটাফাটি জায়গা আছে।

ফলে আর দেরি কেন? এই পুজোয় হয়ে যাক দুটো জায়গাই? ধরুন ষষ্ঠীর রাতে ট্রেন ধরে রওনা দিন। সপ্তমীর দিন পৌঁছে যান মাজুয়া। গোটা দিন ওখানেই থাকুন। উপভোগ করুন। অষ্টমীও ওখানেই কাটান। নবমীর সকালে বেরিয়ে পড়ুন সান্তুকের উদ্দেশ্যে। দুপুরবেলার মধ্যে পৌঁছে গিয়ে বাকি দিন ওখানেই থাকুন। দশমীও। একাদশীর দিন রাতে ট্রেন ধরে ফিরে আসুন। সেদিন নামার পথে আরও কিছু জিনিস দেখতে দেখতে নেমে আসুন। নইলে নিজেদের মতো দিন কমিয়ে বাড়িয়েও প্ল্যান করতে পারেন।

কীভাবে যাবেন?

কলকাতা থেকে একাধিক ট্রেন রয়েছে। অনেকে আগে টিকিট কেটে পরে প্ল্যান করেন, তো তাঁরা এই প্ল্যান করতেই পারেন। আর যদি টিকিট কাটা না থাকে ট্রেনের তাঁরা বাসে ট্রাই করুন। শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি পৌঁছে শেয়ার গাড়ি বা অনেকে থাকলে 3কিয়া গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়ুন।

আরও পড়ুন: ‘নিজে আইনজীবী হয়েও অত উকিল রেখেছেন কেন?’ RG Kar কাণ্ডে মমতাকে তোপ শ্রীলেখার

আরও পড়ুন: শ্রীলেখা হয়েছেন 'শিরি লেখা', বং গাই 'গাই দোয়ানো বং'! নাম বিকৃত করে তারকাদের বিদ্রুপ তৃণমূল ছাত্র পরিষদের নেত্রীর

কোথায় থাকবেন?

মাজুয়া অফবিট হলেও বেশ কিছু হোমস্টে পাবেন। মোটামুটি ১৫০০ থেকে ১৮০০ টাকার প্রতি দিন প্রতি জনের থাকা খাওয়া হয়ে যাবে ওখানে। অন্যদিকে সান্তুক ২০০০ থেকে ২২০০ টাকায় প্রতিদিন প্রতি জন থাকা খাওয়া পাবেন।

Haryana and JNK Election Haryana and JNK Election

Latest News

ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ! ছেলের সঙ্গে নাচছিলেন গরবা,আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুনের গরবা কিংয়ের কাশ্মীরে ভোটে জেতায় এনসি-কে অভিনন্দন মোদীর, জবাবে গণতন্ত্র রক্ষার বার্তা ওমরের এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম পদক নিশ্চিত করল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.