দুর্গাপুজোর সময় বেড়ানোর প্ল্যান ছিল, এদিকে অফিসে মোটে ২ দিন ছুটি? মন খারাপ নয় একেবারে। দুদিনের জন্যই ঝোলা বেঁধে বেরিয়ে পড়ুন আর অল্প খরচে ঘুরে আসুন ঝাড়গ্রাম। জেনে নিন কী কী দেখবেন, কীভাবে ঘুরবেন।
আরও পড়ুন: কম বাজেটে ২ - ৩ দিনের জন্য পুজোর ছুটিতে বেড়াতে যেতে চান? ভিড় এড়াতে ঘুরে আসুন অফবিট পুরুলিয়া
আরও পড়ুন: পুজোর সময় কম খরচে পাহাড় যাওয়ার প্ল্যান? ভিড় এড়াতে চলে যান দার্জিলিংয়ের এই অফবিট পাহাড়ি গ্রামে
কী কী দেখবেন?
বাংলার ঝাড়গ্রাম বর্তমানে ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। এখানে বেশ কিছু ঝর্না, ন্যাচরাল পুল, নদী এবং টিলা পাবেন। আর এই বর্ষার পর এখন সেগুলোর রূপ ভয়ঙ্কর সুন্দর। তাই দুদিনের ছুটিতে সুন্দর ভাবে ঘুরে ফেলতে পারবেন ঝাড়গ্রাম।
আরও পড়ুন: স্ট্রেস - অনিদ্রায় চোখের নিচে পুরু কালি? মেকআপেই আড়াল করুন সমস্যা, মাথায় রাখুন এই টিপস
যে দুদিন থাকবেন তার মধ্যে ভাগাভাগি করে দেখে ফেলুন বেলপাহাড়ি, ঢাঙ্গিকুসুম, কেতকী লেক, খাদারানি লেক, রঙিন পাহাড়, তারাফেনি লেক, গদরাসিনি পাহাড়, ঘাঘরা ফলস। মনে রাখবেন ঢাঙ্গিকুসুমকে স্থানীয়রা হুদহুদি ফলসও বলে থাকে। এছাড়া চিকলিগড় রাজবাড়ি, লাজলাল গুহা, ইত্যাদিও দেখে নিতে পারেন সময় থাকলে।
কীসে ঘুরবেন?
স্থানীয় অটো, টোটো বা গাড়ি ভাড়া করে ঘুরতে পারেন এই জায়গাগুলো। গাড়ি প্রতিদিন ১০০০ থেকে ১৫০০ টাকা মতো নেবে যদি রিজার্ভ করে ঘোরেন।
কীসে যাবেন?
হাওড়া থেকে একাধিক ট্রেন রয়েছে। হাওড়া ঘাটশিলা মেমু এক্সপ্রেস, বারবিল জনশতাব্দী, ক্রিয়া যোগ, স্টিল এক্সপ্রেস, মুম্বই এলএলটি, দুরন্ত, ফালুকনামা, সহ একাধিক ট্রেন পেয়ে যাবেন। তবে ইস্পাত এক্সপ্রেস বা ঘাটশিলা এক্সপ্রেসে যাওয়াই সুবিধাজনক। এছাড়া নিজেদের গাড়িতে করে যেতে পারেন।
থাকবেন কোথায়?
একাধিক রিসোর্ট, হোটেল রয়েছে। এখানে আপনি ১০০০-৩৫০০০ টাকা প্রতিদিন প্রতি রুম অনুযায়ী ঘর পেয়ে যাবেন। তাই নিজের সাধ্য এবং সামর্থ্য মতো হোটেল বেছে নিতে পারেন থাকার জন্য।