দুর্গাপুজোর সময় এবার কলকাতায় থাকতে ইচ্ছে করছে না। এদিকে মাত্র কয়েকদিন বাকি আর। ভাবছেন কোথায় যাওয়া যায় তাও কম খরচে? তাহলে বলব অল্প খরচে প্রকৃতির কোলেই বরং কাটিয়ে আসুন কদিন। ঘুরে আসুন কেওনঝড়। জেনে নিন কী কী দেখবেন, কীভাবে ঘুরবেন, কোথায় থাকবেন সহ সমস্ত তথ্য।
আরও পড়ুন: বাজেটে অফবিট উত্তরবঙ্গের প্ল্যান করছেন? পুজোর ৪ দিনে ঘুরে আসুন মাজুয়া - সান্তুক
আরও পড়ুন: পুজোয় মাত্র ২ দিন ছুটি? মন খারাপ নয়, অল্প খরচে ঘুরে আসুন ঝাড়গ্রাম! জেনে নিন সব ডিটেলস
পুজোয় ঘুরে আসুন কেওনঝড়
কেওনঝড় যেতে চাইলে হাওড়া থেকে জাজপুর কেওনঝড় রোডের যে কোনও ট্রেনে ধরুন। যেমন পুরী গরিবরথ, পুরী এক্সপ্রেস, ইত্যাদি। এবার ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরেই গাড়ি পাবেন। সেই গাড়িতে করে ১২০ কিমি দূরে অবস্থিত কেওনঝড় পৌঁছে যান। এই গাড়িতে যেতে ভাড়া পড়বে ২৫০০ থেকে ৩০০০ টাকা মতো।
কোথায় থাকবেন?
এখানে একাধিক হোটেল বা হোমস্টে পাবেন। তবে ওড়িশার পন্থনিবাস আছে। বুঝতেই পারছেন এটি সরকারি। এখানে থাকার খরচ পার ডে পার রুম পড়বে ১৫০০ থেকে ১৮০০ টাকা মতো। এছাড়া ১০০০ টাকা থেকে শুরু করে নিজের পছন্দ মতো বিভিন্ন মূল্যের হোটেল রুম পেতে পারেন।
কী কী দেখবেন?
প্রকৃতি যেন এখানে দুই হাত খুলে জায়গাটাকে সাজিয়েছে। সদ্যই বর্ষা শেষ হয়েছে তাই চারিদিক এখন সবুজ। সঙ্গে ঝর্নাগুলোয় উপচে পড়া জল। গিয়ে দেখে নিন ৭টি ঝর্না। কী কী? সানা ঘাঘরা, বড়া ঘাঘরা, খণ্ড ধারা, হান্ডি ভাঙা, গুণ্ডি চাগায়, ভিম কুণ্ড, মুর্গা মহাদেব, অসুখোল। এছাড়া দেখুন তারিণী মন্দির, কিচকেশ্বরী মন্দির, হারাগড়, কানঝোরি ড্যাম, চিকিনিয়া পার্ক।
এই সমস্ত জায়গা ঘুরতে আপনাদের ৩ দিন লাগবেই। সেই মতো প্ল্যান করবেন। ঘোরার জন্য স্থানীয় গাড়ি পেয়ে যাবেন। ৭.৫ থেকে ৯ হাজার মতো মোট ভাড়া পড়বে তিন দিনে। ফলে অনেকে একসঙ্গে গেলে টাকার পরিমাণ ভাগ হয়ে যাবে। তাহলে আর দেরি কেন প্ল্যান বানিয়ে ফেলুন।