বাংলা নিউজ > টুকিটাকি > Easter 2023 Significance: ইস্টার উদযাপন ডিম দিয়ে কেন পালিত হয়? প্রচলিত প্রথার নেপথ্যে রয়েছে বিশেষ তাৎপর্য

Easter 2023 Significance: ইস্টার উদযাপন ডিম দিয়ে কেন পালিত হয়? প্রচলিত প্রথার নেপথ্যে রয়েছে বিশেষ তাৎপর্য

ইস্টারের বানি নিয়ে আসে বিভিন্ন ধরনের উপহার, চকোলেট। বলা হয়, যে শিশুরা সভ্য ভদ্র, তাদের জন্য ক্রিস্টমাসের ফাদার যেমন উপবার আনেন, তেমনই ইস্টারের বানি নিয়ে আসে উপহার। সঙ্গে দেওয়া হয় ডিমও। উল্লেখ্য, উনিশশো শতকে জার্মানি ও ফ্রান্সে এই পরম্পরা শুরু হয়। ওই ডিম আসলে কীসের প্রতীক তা নিয়েও রয়েছে বিভিন্ন মত।