স্বাধীনতা দিবসের লম্বা উইকেন্ডে মনটা যে ঘুরতে যাওয়ার জন্য ছটফট করছে, তা যেন বুঝতে পারল পূর্ব রেল। আর মনটা যে পাহাড়-পাহাড় করছে, সেটাও যেন পূর্ব রেল বুঝে ফেলেছে। সেজন্য আগামী শুক্রবার উত্তরবঙ্গগামী স্পেশাল ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল। যা শিয়ালদা থেকে ছাড়বে। শনিবার নিউ জলপাইগুড়িতে পৌঁছাবে। আবার পরদিন নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদাগামী একটি ট্রেন ছাড়বে। সংশ্লিষ্ট মহলের ধারণা, স্বাধীনতা দিবসের লম্বা উইকেন্ডে অনেকেই কাছে-পিঠের মধ্যে উত্তরবঙ্গে ঘুরে আসতে চাইছেন। কিন্তু শেষমুহূর্তে টিকিট কাটায় ওয়েটিং লিস্ট হয়ে যাচ্ছে। সেই পরিস্থিতিতে স্পেশাল ট্রেন দেওয়ায় অনেকের মুখেই হাসি ফুটবে।
শিয়ালদা-নিউ জলপাইগুড়ি-শিয়ালদা স্পেশাল ট্রেনের সূচি
১) ০৩১০৩ শিয়ালদা-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস: শুক্রবার (১১ অগস্ট) রাত ১১ টা ৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। শনিবার সকাল ১০ টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়িতে পৌঁছাবে।
২) ০৩১০৪ নিউ জলপাইগুড়ি-শিয়ালদা এক্সপ্রেস: শনিবার (১২ অগস্ট) বেলা ১২ টা ১৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে। সেদিন রাত ১১ টা ৫০ মিনিটে শিয়ালদা পৌঁছাবে।
স্পেশাল ট্রেনের ইতিবৃত্ত
১) ০৩১০৩ শিয়ালদা-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস এবং ০৩১০৪ নিউ জলপাইগুড়ি-শিয়ালদা এক্সপ্রেসে এসি কোচ থাকবে।
২) কোন কোন স্টেশনে দাঁড়াবে? পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, প্রান্তিক স্টেশন ছাড়াও পূর্ব রেলের আওতাধীন নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড এবং মালদা টাউনে দাঁড়াবে ০৩১০৩ শিয়ালদা-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস এবং ০৩১০৪ নিউ জলপাইগুড়ি-শিয়ালদা এক্সপ্রেস।
৩) কবে থেকে ট্রেনের টিকিট কাটা যাবে? বৃহস্পতিবার (১০ অগস্ট) থেকে শিয়ালদা-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেসের টিকিট কাটা যাবে। অনলাইনে যেমন টিকিট কাটা যাবে, তেমনই স্টেশনের রিজার্ভেশন কাউন্টার থেকে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। সকাল আটটা থেকে কাউন্টার থেকে টিকিট কাটা যাবে।
৪) যেহেতু স্পেশাল ট্রেনের তকমা দেওয়া হয়েছে, তাই বিশেষ ট্রেন হিসেবে বাড়তি ভাড়া পড়বে। তৎকালে টিকিট কাটা যাবে না। কোনও ছাড় মিলবে না।
স্বাধীনতা দিবসের লম্বা উইকেন্ড
এবার স্বাধীনতা দিবস পড়েছে মঙ্গলবার। অর্থাৎ ১২ অগস্ট পড়েছে শনিবার। ১৩ অগস্ট হচ্ছে রবিবার। মাঝে সোমবার (১৪ অগস্ট) জোগাড় করতে পারলেই ছোটখাটো ট্যুর করতে পারবেন। সেক্ষেত্রে শুক্রবার অফিস করে বেরিয়ে যেতে পারবেন। তারপর মঙ্গলবার বাড়ি এসে বুধবার অফিসে চলে যেতে পারবেন যে কেউ।