বাংলা নিউজ > টুকিটাকি > Dim Korma: শত ব্যস্ততার মধ্যে চটপটা কিছু খেতে মন চাইছে? ঝটপট বানিয়ে ফেলুন ডিম কোর্মা
পরবর্তী খবর

Dim Korma: শত ব্যস্ততার মধ্যে চটপটা কিছু খেতে মন চাইছে? ঝটপট বানিয়ে ফেলুন ডিম কোর্মা

ডিম কোর্মা

Dim Korma: কাজের প্রচণ্ড ব্যস্ততা। বা একদম রান্না করতে ইচ্ছে করছে না, এদিকে চটপটা কিছু খেতে মন চাইছে? বাইরে দিয়ে অর্ডার করার বদলে বাড়িতেই সহজে বানিয়ে নিন ডিম কোর্মা। কীভাবে? জেনে নিন।

কাজের প্রচণ্ড ব্যস্ততা। বা একদম রান্না করতে ইচ্ছে করছে না, এদিকে চটপটা কিছু খেতে মন চাইছে? বাইরে দিয়ে অর্ডার করার বদলে বাড়িতেই সহজে বানিয়ে নিন ডিম কোর্মা। কীভাবে? জেনে নিন।

আরও পড়ুন: বাজেটে অফবিট উত্তরবঙ্গের প্ল্যান করছেন? পুজোর ৪ দিনে ঘুরে আসুন মাজুয়া-সান্তুক

কীভাবে বানাবেন ডিম কোর্মা

উপকরণ: ডিম কোর্মা বানানোর জন্য লাগবে ডিম, পেয়াঁজ কুঁচি, কয়েক কোয়া রসুন, এক টুকরো আদা, 4-5 টা কাঁচা লঙ্কা, সর্ষের তেল, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, টক দই, দুধ, ১০-১২ টা কাজু, ২ টো এলাচ, একটা লবঙ্গ, এক টুকরো দারুচিনি, বাটার, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, ধনে পাতা কুচি, চিজ।

ডিম কোর্মা বানানোর পদ্ধতি: ডিম কোর্মা বানানোর জন্য সবার আগে ৫টা ডিম সেদ্ধ করে নিন। এবার খোসা ছড়িয়ে ডিমের গা -টা অল্প অল্প কেটে দিন। তারপর তাতে শুকনো লঙ্কা গুঁড়ো আর নুন মাখিয়ে নিন। এবার একটা প্যানে তেল দিয়ে ডিমগুলো ভেজে তুলে দিন।

তারপর ওই তেলেই দুটো কুচানো পেঁয়াজ, কয়েক কোয়া রসুন এবং এক টুকরো আদা দিন। সঙ্গে দিয়ে দিন ৪-৫ টা কাঁচা লঙ্কা আর ১০-১২ টা কাজু। এবার হালকা করে ভেজে তুলে নিন। তারপর এটাকে অল্প জল সহ মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিন। মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেল। এবার যে ৫ টা ডিম সেদ্ধ করে রেখেছেন সেটার একটা গ্রেট করে নিন।

আরও পড়ুন: পাহাড়-ঝর্না আবার জঙ্গলের স্বাদ অল্প মূল্যে একসঙ্গে চান? ঘুরে আসুন রাঁচি, কোথায় থাকবেন কী করবেন জেনে নিন!

আরও পড়ুন: পুজোয় মাত্র ২ দিন ছুটি? মন খারাপ নয়, অল্প খরচে ঘুরে আসুন ঝাড়গ্রাম! জেনে নিন সব ডিটেলস

তারপর একটা কড়াইয়ে তেল দিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিন। সঙ্গে ফোড়ন হিসেবে দিন এলাচ, দারুচিনি এবং লবঙ্গ। তারপর তাতে ওই মিহি মিশ্রণটা দিয়ে দিন পুরোটা। তারপর তাতে এক এক করে ফ্যাটানো টক দই এবং দুধ দিয়ে দিন। চাইলে দুধের জায়গায় ক্রিম দিতে পারেন। এবার গোটাটা ভালো করে মিশিয়ে উপর দিয়ে গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিন। এবার একটু কষিয়ে সামান্য জল দিন। তারপর ঢাকা দিয়ে একটু কিছুক্ষণ রাখুন। তারপর ঢাকনা সরিয়ে তাতে স্বাদ মতো নুন দিয়ে ভাজা ডিম, এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু চাপা দিয়ে রাখুন। দরকার হলে জল দেবেন অল্প পরিমাণে। এবার ঢাকনা খুলে ধনে পাতা কুচি দিয়ে, অল্প চিজ দিয়ে নেড়ে নামিয়ে নিন। রুটি বা পরোটার সঙ্গে দারুণ লাগবে খেতে।

Haryana and JNK Election Haryana and JNK Election

Latest News

বৃষ্টি থেকে রেহাই নেই ষষ্ঠীতেও, ৯ জেলায় কিছুটা বেশি বর্ষণ, পুজোর মধ্যেই কমবে? 'ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে', 'পরজীবী' কংগ্রেসকে তুলোধোনা মোদীর ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.