বাংলা নিউজ > টুকিটাকি > Impact of Smoking on the Risk of COVID-19: ধূমপানের অভ্যাস আছে? কোভিড সংক্রমণ হলে আপনার শরীরে ঠিক কী কী হয় জেনে নিন
পরবর্তী খবর

Impact of Smoking on the Risk of COVID-19: ধূমপানের অভ্যাস আছে? কোভিড সংক্রমণ হলে আপনার শরীরে ঠিক কী কী হয় জেনে নিন

কোভিড সংক্রমণের সময়ে ধূমপান করলে কী হয়? (প্রতীকী ছবি)

শুধু তামাক জাতীয় দ্রব্যের ধূমপান নয়, ইলেকট্রনিক সিগারেট খেলে কেমন প্রভাব পড়ে শরীরে?

ধূমপানের নানা ক্ষতিকারক দিক আছে। সে সব সম্পর্কে কমবেশি সকলেই জানেন। কিন্তু যাঁরা নিয়মিত ধূমপান করেন, তাঁদের কোভিড সংক্রমণ হলে শরীরে কেমন প্রভাব পড়তে পারে? এই বিষয়ে জানাচ্ছে সাম্প্রতিক গবেষণা।

হালে Journal of Primary Care & Community Health-এ প্রকাশিত হয়েছে একটি গবেষণাপত্র। সেখানে বিজ্ঞানীরা বলেছেন, যাঁদের ধূমপানের অভ্যাস আছে, কোভিড সংক্রমণের সময়ে তাঁদের শরীরে উপসর্গের পরিমাণ বেশি মাত্রায় দেখা যায়। তাঁরা যদি কোভিডে সংক্রমিত হওয়ার সময়ে ধূমপান চালিয়ে যান, তাহলে এই উপসর্গগুলি বাড়তে থাকে।

কী কী সমস্যা হতে পারে ধূমপায়ীদের? বেশ কয়েকটি উপসর্গের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

  • শ্বাসকষ্ট
  • স্বাদের অনুভূতি চলে যাওয়া
  • গন্ধের অনুভূতি চলে যাওয়া
  • কাশি

এই উপসর্গগুলির মাত্রা মারাত্মক ভাবে বেড়ে যেতে পারে কোভিড সংক্রমণের সময়ে ধূমপান করলে। তবে শেষ এখানেই নয়।

Journal of Primary Care & Community Health-এর গবেষণাপত্রটিতে বলা হয়েছে, যাঁরা ইলেকট্রনিক সিগারেট বা E-cigarette ব্যবহার করেন, তাঁদের শরীরে উপসর্গের মাত্রা সাধারণ সিগারেট খাওয়ার চেয়েও বেশি।

সমীক্ষার জন্য এমন ২৮০ জন কোভিড সংক্রমিতকে বেছে নিয়েছিলেন বিজ্ঞানীরা, যাঁরা নিয়মিত E-cigarette পান করেন। তার সঙ্গে এমন ১৪৪৫ জনকে বেছে নেওয়া হয়েছিল, যাঁরা E-cigarette পান করেন না। দেখা গিয়েছে, প্রথম দলের কোভিড আক্রান্তদের মধ্যে উপসর্গের মাত্রা বেড়েছে। সেখান থেকেই বিজ্ঞানীদের অনুমান, E-cigarette-এর সঙ্গে যে বাষ্প ফুসফুসে ঢোকে, তা কোভিডের উপসর্গের মাত্রা বাড়িয়ে দেয়। 

তাই সাধারণ ধূমপান তো বটেই, E-cigarette-ও এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিজ্ঞানীরা।

Latest News

কলকাতার নিউটাউনে আকাশছোঁয়া অফিস খুলল JSW, অপূর্ব তার রূপ, বিরাট পরিকল্পনা AIFF-এর বড় উদ্যোগ! টাস্ক ফোর্সের রিপোর্ট পাওয়ার পরেই আই লিগ নিয়ে সিদ্ধান্ত বিপক্ষ দলের হাডলে ঢুকে ‘ব্যোমকেশগিরি’ ঋষভ পন্তের, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো দলেরই সাংসদ পেতেন না মমতার টাইম! কয়েক মাস আলাদাভাবে দেখা হয়নি, দাবি জহরের ‘ধর্ষিতা ও খুন হওয়া মেয়েটি…’! আরজি কর নিয়ে ‘ফোঁস’ কল্যাণের, পালটা আক্রমণ সোহিনীর খাস কলকাতায় মেক আপ শেখানোর প্রতিষ্ঠানে মডেলকে নগ্ন করে শ্লীলতাহানির অভিযোগ জেএনএম থেকে এমবিবিএস পাশ করেন নির্যাতিতা, সেখানের দুর্নীতিতে অভীকের নাম উঠছে!‌ 'অনেকসময় মেয়েরা নিজেরাই আগ্রহী থাকে', অরিন্দম বিতর্কে উলটো সুর শ্রীলেখার বাতিল হওয়া ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি কিনে নেবে ওয়েবেল, দাম কেমন পাবেন?কাজও মিলবে চিকিৎসক খুনের রাতে হচ্ছিল পার্টি? আরজি করের ডিউটি রোস্টার চেয়ে তদন্তে CBI

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.