বাংলা নিউজ > টুকিটাকি > Eid ul Fitr 2022: ইদ উল-ফিতর কবে পালিত হচ্ছে, উৎসবের মরশুম শুরুর অপেক্ষায় দেশ
পরবর্তী খবর

Eid ul Fitr 2022: ইদ উল-ফিতর কবে পালিত হচ্ছে, উৎসবের মরশুম শুরুর অপেক্ষায় দেশ

চলতি বছর ৩ মে পালিত হবে ইদ উল-ফিতর।

সংযম, সত্যনিষ্ঠা, সদভাবনা নিয়ে এক মাস যাপন করার পর সকলের সঙ্গে ভাগ করে নেন খুশির ইদের আনন্দ। ছড়িয়ে পড়ে ভালবাসা ও সৌহার্দের বার্তা। ২০২২ সালে ৩ রা মে রয়েছে ইদের ছুটি। তবে নতুন চাঁদ দেখার উপরই নির্ভর করবে ইদের তারিখ।

পবিত্র রমজান মাসের শেষে নতুন চাঁদ দেখা মাত্রই ঘোষিত হয় 'ইদ মোবারক' এর বার্তা। বিশ্ব জুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ মেতে ওঠেন খুশির ইদের আনন্দে। আর ভারতে এই উৎসবের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় উদযাপনের মরশুম। ইদ উপলক্ষ্যে চলে বিশেষ প্রার্থনা, দেখা যায় সৌভ্রাতৃত্বের নানান ছবি। তার সঙ্গেই চলে নতুন পোশাক পরার রীতি, চলে জিভে জল আনা বেশ কিছু পদের রান্না, খাওয়া দাওয়া। উল্লেখ্য, সামনেই রয়েছে খুশির ইদের তারিখ।

ইদ উল-ফিতরকে অনেকেই 'মিঠি ইদ' বলেও সম্বোধন করেন। ইসলামিক ক্যালেন্ডারের দশম মাসের প্রথম দিনে পালিত হয় ইদ। এই বছর ৩ রা মে রয়েছে ইদের সরকারি ছুটি। তবে নতুন চাঁদ দেখার উপরই নির্ভর করবে ইদের তারিখ। উল্লেখ্য, ২ রা মে থেকে ৩ মে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত রয়েছে এর তারিখ। প্রসঙ্গত, হিজরি ক্যালেন্ডারের উপর নির্ভর করে প্রতিবছর ইদের দিন পাল্টে যায়। 

প্রসঙ্গত, আরবি শব্দ হল ইদ উল-ফিতর। ইদ শব্দটি এসেছে 'আউদ' শব্দ থেকে যার অর্থ উৎসব, যা বারবার ফিরে আসে। আর 'ফিতর' শব্দের অর্থ হল উপবাস ভেঙে দেওয়া। প্রসঙ্গত পবিত্র রমজান মাসের রোজা বা উপবাস রাখেন বহু ইসলামধর্মী মানুষ। আর রোজা ভেঙে পালিত হয় ইদ। রমজান মাস কখনও ২৯ দিনে হয়, আবার কখনও ৩০ দিনে। রমজানের শেষ দিনে চাঁদ দেখার পরই খুশির ইদ পালিত হয়। প্রসঙ্গত, ইসলাম ধর্মের ক্যালেন্ডার লুনার বা চন্দ্র ক্যালেন্ডারে নির্ভরশীল। আর সেই ক্যালেন্ডার মেনে প্রতিবছর আলাদা আলাদা দিনে পালিত হয় ইদ।

এমন উৎসবে গোটা রমজান মাস ধরে মনের সমস্ত নেতিবাচক ভাবনা, কলুসতা ঝেরে পবিত্রতার পথে এগিয়ে যান বহু ইসলামধর্মী মানুষ পালন করেন রোজা। সংযম, সত্যনিষ্ঠা, সদভাবনা নিয়ে এক মাস যাপন করার পর সকলের সঙ্গে ভাগ করে নেন খুশির ইদের আনন্দ। ছড়িয়ে পড়ে ভালবাসা ও সৌহার্দের বার্তা। ইতিহাস অনুযায়ী, এই উৎসবের সূচনা করেন স্বয়ং ইসলামের নবী হজরত মহম্মদ। সেই রীতি ধরে ইসলামি ক্যালেন্ডারের দশম মাস শওয়াল মাসে পালিত হয় এই উৎসব।

Haryana and JNK Election Haryana and JNK Election

Latest News

দুর্গাপুজোয় সরকারি অনুদান ফেরালে বিদ্যুতের ভর্তুকি মিলবে না, চাপে পুজো কমিটিগুলি দেখা মিলল না রাহুলে, মা-ছেলের জুটিতে জমজমাট পুজো, সহজের ছবি তুলে দিল প্রিয়াঙ্কাই আন্দোলনকারীদের 'নকশাল' আখ্যা দিয়ে বিস্ফোরক কুণাল, 'মণ্ডপে' আহ্বান ডাক্তারদের ‘যাঁদের কোল খালি হল, তাঁদের ঘরে জ্বলবে না আলো…’ পুজোর আগে সরব রূপাঞ্জন! ট্রোল হন খারাপ খেললেই, এই কাজের জন্য কেএল রাহুলকে অভিবাদন করতেই হবে! ‘নারীদের যথেষ্ট সম্মান…’ ধর্ষকদের সঙ্গে তুলনা দেখে কী বলছে অসুর সম্প্রদায়? ‘কোথায় রাত্তিরের সাথী? আমাকে বেঞ্চ নিয়ে মারতে এসেছিল’, বললেন নার্স পঞ্চমীতে ডাক্তাদের মহামিছিলে 'না' পুলিশের, অভিযোগ জলের গাড়ি আটকানোর দুর্দান্ত ওপেনিংয়ের পরেও হরিয়ানায় খেই হারাল কংগ্রেস! BJP-র কামব্যাকে মিমের বন্যা মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় কুকর্ম, ধাক্কা খেয়ে কড়া বার্তা সিপিএমের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.