রবিবার দেখা গেল না শাওয়ালের চাঁদ। তাই সোমবার বাংলাদেশে ইদ উদযাপন করা হবে না। আগামী মঙ্গলবার (৩ মে) ইদ মেতে উঠবে বাংলাদেশ। এমনটাই জানালেন বাংলাদেশের ধর্ম বিষয়ক রাষ্ট্রমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।
আরও পড়ুন: Easy Recipe of Haleem: হালিম রাঁধতে চান? সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন চিকেন হালিম, রইল রেসিপি
রবিবার সাংবাদিক বৈঠকে ফরিদুল জানান, আজ বাংলাদেশের কোথাও চাঁদ দেখা যায়নি। তেমন কোনও খবর আসেনি। তাই আগামিকাল (সোমবার, ২ মে) পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। মঙ্গলবার উদযাপিত হবে ইদ। হিজরি সনের দশম মাস শাওয়ালের প্রথম দিন ইদ পালন করা হয়। যে 'শাওয়াল' কথার অর্থ হল 'উপবাস ভঙ্গের উৎসব'।
সোমবার (২ মে) বাংলাদেশের কোথায় কোথায় ইদ পালন করা হবে?
সৌদি আরবের সঙ্গে সামঞ্জস্য রেখে চট্টগ্রামের প্রায় ৫০ টি গ্রামে আগামিকাল (সোমবার, ২ মে) ইদ পালন করা হবে। সোমবার ইদে মেতে উঠবে সাতকানিয়ার মির্জাখিল, সুইপুরা, কাঞ্চননগর; বাঁশখালির চাম্বল; বরিশাল, ময়মনসিং, ঢাকা, ফেনীর একাংশও। যে প্রথা দীর্ঘদিন ধরেই চলে আসছে।
ভারতে ইদ কবে?
বিরল ঘটনার সাক্ষী থাকল না এবারের ইদ। রবিবার চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবের সঙ্গে আগামিকাল ইদ উদযাপন করবে না ভারত। আগামী মঙ্গলবার (৩ মে) ভারতে ইদ পালন করা হবে। অর্থাৎ সেদিন হবে হিজরি সনের দশম মাসের ('শাওয়াল') প্রথম দিন। যে 'শাওয়াল' কথার অর্থ হল 'উপবাস ভঙ্গের উৎসব'।