ভারতীয় জ্যোতিষ শাস্ত্রের অতি প্রাচীন শাখা হল সামুদ্রিক শাস্ত্র। দেহের নানা লক্ষণ দেখে ভবিষ্যতের বিধান নির্ণয়ে এই শাস্ত্র পারদর্শী। শুধু তাই নয়, সমুদ্র শাস্ত্র বেশ কয়েকটি উপশাখায় বিভক্ত। হাত, কপাল বা সারা শরীরের নানা লক্ষণ দেখে পুঙ্খানুপুঙ্খ বিচার করে এই শাস্ত্র। মুখের নানা লক্ষণকেও গুরুত্ব দিয়ে দেখে সমুদ্র শাস্ত্র। মুখের নানা লক্ষণ দেখে ভবিষ্যৎ বিধানের জন্য এই শাস্ত্রের একটি বিশেষ শাখা আলাদা ভাবে রয়েছে। তবে সমুদ্রের শাস্ত্রের সাহায্যে সাধারণত মানুষের চরিত্র বিচার করা হয়। তার ভবিষ্যৎ শুভ বা অশুভ কেমন ধরনের হতে পারে তাও নির্ণয় করা হয়।
এর পাশাপাশি প্রাচীন সমুদ্র শাস্ত্র মতে, শরীরের ওই লক্ষণ বিশ্লেষণ করে মানুষের অতীত বর্তমান সম্পর্কেও জানা সম্ভব। তাই আজ জেনে নেওয়া যাক, সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী দেহ গঠন থেকে চরিত্র জানার উপায়। পুরুষের বুকে লোম থাকলে তা কীসের ইঙ্গিত, জেনে নেওয়া যাক সে ব্যাপারে।
আরও পড়ুন: আর দেরি নেই, ডুবতে বসেছে নিউ ইয়র্কের মতো অত্যাধুনিক শহরও! কারণ জানালেন গবেষকরা
আরও পড়ুন: চাপ দাড়ি না ক্লিন শেভড, ছেলেদের কেমন গাল পছন্দ মেয়েদের, রহস্য ফাঁস
অল্পেতেই সন্তুষ্ট: বলা হয়, যে সব পুরুষের বুকে অতিরিক্ত লোম রয়েছে তারা অল্পেই সন্তুষ্ট হন। বেশি চাহিদা থাকে না তাদের। মন খুব ভালো হয়। হাসি মুখে মেনে নেয় সব পরিস্থিতি।
বুদ্ধিতে দড়ো: বুদ্ধিতে বেশ দড়ো হয় বুকে বেশি লোম থাকা পুরুষরা। তারা যেকোনও পরিস্থিতির মোকাবিলা করার জন্য তৈরি থাকে। খুব কঠিন পরিস্থিতিতেও তারা উপস্থিত বুদ্ধির মাধ্যমে বড় সমস্যা সামলে নিতে পারে।
মধুর দাম্পত্য: এমন পুরুষদের দাম্পত্য জীবন ভীষণ সুন্দর হয়। কারণ এমন পুরুষরা বেশ রোম্যান্টিক হয়। সারাক্ষণ তাঁদের স্ত্রীকে আনন্দে রাখে এরা। পাশাপাশি বউয়ের সব ইচ্ছা পূর্ণ করার জন্য তারা সচেষ্ট থাকে। দেখা গিয়েছে এমন পুরুষের সঙ্গে স্ত্রীদের ঝগড়াঝাঁটি বা ভুল বোঝাবুঝি সমস্যাও খুব কম হয়। তেমন কোন সমস্যা হলেও খুব সহজেই মিটে যায়। পুরুষদের তরফ থেকেই বেশি উদ্যোগ থাকে সমস্যা মিটিয়ে নেওয়ার।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup