বাংলা নিউজ > টুকিটাকি > How to attract the right person : 'সঠিক' সঙ্গীকে বেছে নিতে কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে? বিশেষজ্ঞের পরামর্শ একনজরে

How to attract the right person : 'সঠিক' সঙ্গীকে বেছে নিতে কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে? বিশেষজ্ঞের পরামর্শ একনজরে

কীভাবে বেছে নেবেন উপযুক্ত সঙ্গীকে? জেনে নিন এই টিপসগুলি

কোন ক্ষেত্রে 'না' বলা প্রয়োজনীয়, আর কোন ক্ষেত্রে তা একেবারেই বলা যায় না, তার ওপরে জীবনের বহু সিদ্ধান্ত টিকে থাকে। মূলত, একাকীত্বকে ভাগ করে নেওয়া বা একাকীত্বকে কাটিয়ে তোলার জন্য একজন মানুষ সঙ্গী খোঁজেন।

আমাদের আশপাশে অনেকেই থাকেন, তবে যাঁর উপর জীবনভর আস্থা রাখা যায়, করা যায় বিশ্বাস, তাঁকে বেছে নেওয়ার সিদ্ধান্ত জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। সঠিক মানুষটিকে কীভাবে চিনে নিতে হবে, তা নির্ধারণ করতে অনেকেই বিভ্রান্ত হন। অনেক সময়ই আপাতভাবে যাঁকে 'উপযুক্ত' মনে হয়, তিনি সবসময় যে উপযুক্ত হয়ে উঠতে পারবেনই, তা নয়। উল্লেখ্য, বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যেকের জীবনেই নিজস্ব চাওয়া পাওয়ার গণ্ডি আলাদা থাকে। সেই অনুযায়ী সঙ্গীকে বেছে নেওয়ার সিদ্ধান্ত তৈরি হয়।

বিভিন্ন সিদ্ধান্তের সমষ্টি একটি মানুষের জীবন। সেই সমষ্টিগুলির মধ্যে অন্যতম হল 'না' বলতে পারার ক্ষমতা। কোন ক্ষেত্রে 'না' বলা প্রয়োজনীয়, আর কোন ক্ষেত্রে তা একেবারেই বলা যায় না, তার ওপরে জীবনের বহু সিদ্ধান্ত টিকে থাকে। মূলত, একাকীত্বকে ভাগ করে নেওয়া বা একাকীত্বকে কাটিয়ে তোলার জন্য একজন মানুষ সঙ্গী খোঁজেন।

তবে সেই সঙ্গী যদি আরও বেশি করে একাকীত্ব বোধ সেই মানুষটির মধ্যে প্রবেশ করিয়ে দেন , তাহলে তার সুফল কিছুতেই আসে না। সঙ্গী বা বন্ধুকে বাছাই করার আগে, কয়েকটি দিক খেয়াল রাখা খুবই জরুরি, বলছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞ নেদ্রা গ্লোভার তাওয়াব বলছেন, একজন মানুষ নিজে এই সিদ্ধান্ত নিলে তার সুফল তিনি বিভিন্নভাবে পান। 'সঠিক ব্যক্তি'কে খুঁজে বের করতে তাঁর পরামর্শ-

-সেই সমস্ত গুণ সঙ্গীর মধ্যে থাকতে হবে যা আপনার পক্ষে স্বাস্থ্যকর। অর্থাৎ মানসিকভাবে সেই সমস্ত গুণ আপনার পক্ষে স্বাস্থ্যকর হতে হবে।

-ব্যক্তির 'লং টার্ম' গুণ কী কী থাকতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। সেই অনুযায়ী নিতে হবে সিদ্ধান্ত।

-যে সমস্ত গুণ নিয়ে আগে তোয়াক্কা করেননি, সঙ্গীকে বেছে নিতে সেই সমস্ত গুণের দিকে খেয়াল করা জরুরি।

-সঙ্গীর মধ্যে এমন কোনও গুণ খুঁজে নিন, যা তাঁর প্রতি আপনাকে অনুরাগী করে তুলবে।

-ব্যক্তি রাগের সময় কীভাবে রিয়্যাক্ট করেন, সেদিকেও খেয়াল রাখুন। ভাবুন, তাঁর রাগের সঙ্গে আপনার মান অভিমান কতটা সামঞ্জস্য রাখতে পারবে।

টুকিটাকি খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.