এই পৃথিবীতে টক-ঝাল-মিষ্টি সম্পর্ক হল বন্ধুত্ব। সুখে অথবা দুঃখে, সবসময়ই বন্ধুকে পাশে পাওয়া যায়। বন্ধুদের ভালোবাসা বা ধন্যবাদ জানানোর কথা অনেক সময় বলা হয় না বা জানানো হয় না। তাই আজ বন্ধু দিবসে বন্ধুকে জানান নিজের মনের কথা। বলুন, আপনার জীবনে তার গুরুত্ব কতখানি। পাঠান মনের মত কিছু শুভেচ্ছা বার্তা।
১) আজ বহু পথ আমরা একসঙ্গে হেঁটেছি, আরও হাঁটতে হবে লক্ষ যোজন পার, তোমাকে জানাই শুভ বন্ধু দিবসের শুভেচ্ছা।
২) এই বন্ধু দিবসে সেই সমস্ত বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা যারা নিঃস্বার্থভাবে ভালবেসেছে বন্ধুকে, আমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বন্ধু দিবসের।
৩) শুধু হাসি ঠাট্টা নয়, দুঃখের সময়ও তোমাকে পেয়েছি পাশে, তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বন্ধু দিবসের।
(আরও পড়ুন: কোলেস্টেরলের মাত্রা কমাতে সেরা এই ৫ ভেষজ চা, কীভাবে বানাবেন)
৪) হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আমার বন্ধু, এই ভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালো রেখো।
৫) তুমি ভগবানের তরফ থেকে সেই উপহার, যাকে পেয়ে আমি ধন্য। তোমাকে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।
৭) স্কুল থেকে কলেজ, আমাদের সেই কথা আজও যেন শেষ হয় না, সারা জীবন যেন এভাবেই কথা বলে যেতে পারি আমরা। তোমাকে জানাই শুভেচ্ছা, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।
৮) তোমার হাসি দিয়ে আমার জীবন আলোকিত করেছ তুমি, তোমাকে জানাই শুভেচ্ছা বন্ধু দিবসের।
৯) এইভাবে ভালো রেখো সারা জীবন, ভালো থেকো সারা জীবন। আমাদের বন্ধুত্বের ওপর যেন কারোর নজর না লাগে, তোমাকে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।
১০) তোমার মত বন্ধু পেয়ে আমি গর্বিত, সকলকে জানাই সেই কথা। তোমাকে পাশে পেয়ে আমার সমস্ত যুদ্ধ হয়েছে সহজ, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।
(আরও পড়ুন: এই ধরনের ব্যক্তিদের ভুল করেও কাঁঠাল খাওয়া উচিত নয়, কী হতে পারে এতে)
১১) আজকের এই বন্ধু দিবসে তোমাকে জানাই আমার মনের কথা, তোমাকে অনেক অনেক ভালোবাসি। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।
১২) কখনও যেন ভুল বোঝাবুঝি না হয় আমাদের মধ্যে, সারা জীবন এই ভাবেই থেকো পাশে। শুভেচ্ছা বন্ধু দিবসের।