বাংলা নিউজ > টুকিটাকি > Eye Twitching Reasons: চোখের পাতা লাফাচ্ছে? জেনে নিন কীসের ইঙ্গিত

Eye Twitching Reasons: চোখের পাতা লাফাচ্ছে? জেনে নিন কীসের ইঙ্গিত

চোখের পাতা কাঁপলে কী হতে পারে? (File image)

Eye twitching: চোখের পাতা লাফানোর সঙ্গে জড়িয়ে আছে শুভ-অশুভের নানা কাহিনি। বিশেষজ্ঞরা কী বলছেন? জেনে নিন তাঁদের মতামত।

চোখের পাতা লাফানো নিয়ে নানারকম বিশ্বাস প্রচলিত আছে। অনেকের মতে, বাম চোখের পাতা লাফালে কোনও না কোনও বিপদ আসন্ন। এমনটা হলে বাড়ির আত্মীয়রা যথেষ্ট দুশ্চিন্তায় থাকেন। আবার ডান চোখ কাঁপলে তার শুভ-অশুভ ইঙ্গিত নির্ভর করে ব্যক্তির উপর। যদি মহিলাদের ডান চোখ কাঁপে, তবে তা অশুভ বলে ধরা হয়। পুরুষদের ক্ষেত্রে অবশ্য ডান চোখ কাঁপার অর্থ তার মনের ইচ্ছে পূরণ হওয়ার সময় এসেছে।

চোখের পাতা কাঁপা নিয়ে নানারকম বিধান রয়েছে শাস্ত্রেও। তবে শাস্ত্রের বাইরে এই ঘটনার পিছনের কারণ কী? বিশেষজ্ঞদের কথায় মিলছে এর যুক্তিযুক্ত উত্তর।

চোখের পাতা কাঁপার কারণ:

  • বিশেষজ্ঞদের মতে, মূলত চোখের উপর অতিরিক্ত স্ট্রেস পড়লে এমন ঘটনা ঘটে। যান্ত্রিকতার যুগে সব কাজই প্রায় কম্পিউটার ও ফোন মারফত হয়ে থাকে। এর ফলে দীর্ঘ সময় ধরে চোখের উপর ডিজিটাল পর্দার আলো পড়ে। এর থেকেই চোখের পাতা কাঁপার মতো ঘটনা ঘটে।
  • কম ঘুম হলেও লাফাতে পারে চোখের পাতা। ঘুম শরীরের স্ট্রেস দূর করতে সাহায্য করে। দীর্ঘ সময় ধরে জেগে থাকার ফলে চোখের পাতা লাফিয়ে ঘুমের দাবিই জানায়।
  • কোনও নির্দিষ্ট বস্তুতে অ্যালার্জি থাকলে তার থেকেও ঘটতে পারে এমন ঘটনা। বস্তুটি চোখের আশেপাশে থাকলে চোখের পাতা স্বাভাবিকভাবে লাফিয়ে চোখকে বাঁচানোর চেষ্টা করে।
  • ধূমপান বা মদ্যপানের ফলেও চোখের পাতা লাফানো স্বাভাবিক ঘটনা। চিকিৎসার পরিভাষায় এই সমস্যাকে মায়কোমিয়া বলা হয়।
  • রোজ অতিরিক্ত পরিমাণে ক্যাফেইনজাতীয় তরল পান করলেও মায়কোমিয়ার উপসর্গ দেখা দিতে পারে।

মায়কোমিয়ার এই উপসর্গ দিনে দুই থেকে তিনবার দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের কথায়, এটি খুব স্বাভাবিক। তবে এর থেকে বেশিবার এমন ঘটনা ঘটলে তা চোখ বা শরীরের কোনও সমস্যার কারণেও হতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।জেনে নেওয়া যাক, কোন কোন ক্ষেত্রে চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন।

  • চোখ যদি লাল হয়ে যায় বা ফুলে যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি
  • চোখের পাতা লাফানোর সময় চোখ থেকে অস্বাভাবিক পরিমাণে জল পড়লে তা দৃষ্টিজনিত সমস্যাও হতে পারে। এক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে কথা বলে নেওয়াই ভালো।

কিছু নিয়ম মেনে চললে চোখের পাতা লাফানোর ঘটনা নিজে থেকেই সেরে যেতে পারে।

  • প্রয়োজনের তুলনায় বেশিক্ষণ ডিজিটাল পর্দার সামনে না থাকাই ভালো। এতে চোখের উপর অতিরিক্ত স্ট্রেস পড়ে না।
  • ক্যাফেইন জাতীয় তরল পানের পরিমাণ কমালে ফল মিলতে পারে।
  • ধূম ও মদ্যপান এড়িয়ে চললে এই সমস্যার সমাধান করা সম্ভব।
  • ঘুমের ঘাটতি রোজ ঠিকমতো মিটলে চোখের পাতাও আর কোনও ইঙ্গিত দেবে না।

বন্ধ করুন