জরাজীর্ণ শরীর, নুইয়ে পড়েছে মাথা, মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতাটুকুও হারিয়েছেন, দাবি করা হচ্ছে বয়স নাকি তাঁর ১৮৮ বছর। বেঙ্গালুরুর এক গুহা থেকে উদ্ধার করা হয়েছে এই সাধু বাবাকে। তাঁর একটি ভিডিয়োও এখন তুমুল ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিয়োয় সত্যতা অন্য। যা রীতিমত অবাক করছেন নেটিজেনদের।
আজকাল, সোশ্যাল মিডিয়ায় কোন পোস্ট ভাইরাল হবে তা অনুমান করা কঠিন। সম্প্রতি ১৮৮ বছর বয়সী বাবার দাবি করে ভিডিয়োটি যেমন ভাইরাল হচ্ছে। ভিডিয়োতে স্পষ্ট দেখা যায়, দুই ব্যক্তি একজন বয়স্ক ব্যক্তিকে ধরে ধরে নিয়ে আসছেন, তাঁকে হাঁটতে সহায়তা করছেন। তাঁর গাল বেয়ে বটের ঝুড়ির মতো নেমে এসেছে দীর্ঘ সাদা দাড়ি। হাতে একটি লাঠি নিয়ে এগিয়ে চলেছেন ক্রমশ।
আরও পড়ুন: (Chholar Dal Recipe: রাজবাড়ি স্টাইলে ঘন ছোলার ডাল বানানোর প্ল্যান অষ্টমীর সকালে? চটপট শিখে নিন পদ্ধতি)
ভাইরাল ভিডিয়োর সত্যতা জেনে নিন
এই ভিডিয়োটি 'কনসার্নড সিটিজেন' নামে একটি অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (আগে টুইটার নামে পরিচিত) শেয়ার করা হয়েছে। স্বাভাবিকভাবেই, পোস্টটি অবিলম্বে ভাইরাল হয়ে যায়। ৩০ মিলিয়ন (৩ কোটি) মানুষের চোখে পড়ে। মানুষের আরও আকর্ষণ কাড়তে পোস্টে এও দাবি করা হয় যে এই ভারতীয় ব্যক্তিকে নাকি সবেমাত্র গুহায় পাওয়া গিয়েছে, তাঁর বয়স ১৮৮ বছর। যদিও এই দাবিকে বিশ্বাস করেননি বেশিরভাগই।
শুরু হয় খোঁজ। বয়স্ক বাবার আসল পরিচয় খুঁজে বের করার দৌড়। যদিও খুব বেশি দৌড়োতে হয়নি। জানা গিয়েছে, প্রকৃতপক্ষে, তিনি একজন ১১০ বছর বয়সী হিন্দু সাধু, মধ্যপ্রদেশের বাসিন্দা। এক্স এই পোস্টে একটি ডিসক্লেমার জারি করেছে, উল্লেখ করেছে যে উল্লিখিত বয়স সঠিক নাও হতে পারে। এক্স-এর একটি নোটেই লেখা ছিল, 'এটি মিথ্যা তথ্য! ভিডিয়োতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি হলেন মধ্যপ্রদেশের খারগোন জেলার 'সিয়ারাম বাবা' নামে খ্যাত একজন হিন্দু সাধু, যার বয়স প্রায় ১১০ বছর। ডেটা ভেরিফিকেশন গ্রুপ ডি-ইন্টেন্ট ডেটাও এই ভাইরাল ভিডিয়োটিকে মিথ্যা বলেছে।
আরও পড়ুন: (চিনা পাড়া থেকে মরিশাস, কলকাতার মেয়ে ক্যাথরিনের বিশ্ব জয় হাকা কুইজিন নিয়ে)
ভাইরাল ভিডিয়োটি দেখুন এখানে
বলা বাহুল্য, আজকের এই ভাইরাল ঘটনাটি এটাই স্পষ্ট করে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া খবরগুলি প্রায়শই বিভ্রান্তিকর হতে পারে। তাই সঠিকভাবে সত্যগুলি দেখে নিয়ে এগোনো উচিত।