বাবা, প্রতিটি সন্তানের জীবনে এক অবিচল আশ্রয়। তিনি শুধু জন্মদাতা নন, বরং পথপ্রদর্শক, শিক্ষক এবং সবচেয়ে ভালো বন্ধু। নীরবে তিনি আমাদের স্বপ্ন পূরণের জন্য অক্লান্ত পরিশ্রম করে যান। তাঁর ভালোবাসা নিঃস্বার্থ এবং তাঁর সমর্থন আমাদের আত্মবিশ্বাস জোগায়। বাবার অবদান কখনওই পরিমাপ করা যায় না, কারণ তাঁর স্নেহ সবসময়ই অমূল্য। ফাদার্স ডে আমাদের সুযোগ করে দেয় এই মহান মানুষটিকে শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর। ফাদার্স ডে-তে বাবাকে একটি মেসেজ লিখে পাঠাতে কার না ইচ্ছে করে। কিন্তু লিখতে বসলে কী লেখা যায় বুঝতে উঠতে পারেন না অনেকে। এখানে ১০ সেরা শুভেচ্ছাবার্তার হদিস রইল এবার।
আরও পড়ুন - জগন্নাথ মন্দির থেকে বাড়িতে আনুন এই ৩টি জিনিস, অর্থভাগ্যে ভাঁটা পড়বে না আর
ফাদার্স ডে-র জন্য সেরা ১০ শুভেচ্ছাবার্তা
১. বাবা, তুমি শুধু একজন পিতা নও, তুমি আমার জীবনের আলোকবর্তিকা। ফাদার্স ডে-তে তোমাকে জানাই অফুরন্ত ভালোবাসা।
২. তোমার দেওয়া শিক্ষা আর আদর্শ আমাকে আজকের আমি করে তুলেছে। হ্যাপি ফাদার্স ডে, বাবা!
৩. আমার প্রথম হিরো, আমার সেরা বন্ধু, তুমিই আমার বাবা। তোমাকে ফাদার্স ডে-র শুভেচ্ছা।
৪. তোমার হাসি আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। বাবা, ফাদার্স ডে-তে তোমাকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
৫. আমার স্বপ্ন পূরণের প্রতিটি ধাপে তোমার সমর্থন ছিল অপরিহার্য। এই দিনে তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা।
আরও পড়ুন - কিছুদিনেই বড় সংঘর্ষ! জুলাই মাস নিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী রীতিমতো ভয় ধরানো
৬. একজন বাবার ভালোবাসা যে কতটা গভীর হতে পারে, তা তুমিই শিখিয়েছ। হ্যাপি ফাদার্স ডে!
৭. ছোটবেলায় তোমার কোলে চড়ে পৃথিবী দেখতাম, আর আজ তোমার অনুপ্রেরণায় স্বপ্ন দেখি। বাবা, তোমাকে অনেক ভালোবাসি।
৮. যতবার হোঁচট খেয়েছি, ততবার তোমার হাত ধরে উঠে দাঁড়িয়েছি। তুমিই আমার সবচেয়ে বড় শক্তি। ফাদার্স ডে-র শুভেচ্ছা।
৯. তোমার নিঃস্বার্থ ভালোবাসা আর আত্মত্যাগ আমাকে মুগ্ধ করে। ফাদার্স ডে-তে তোমার জন্য রইল শ্রদ্ধা আর ভালোবাসা।
১০. আমার জীবনের প্রতিটা সুন্দর স্মৃতিতে তুমি জড়িয়ে আছো, বাবা। ফাদার্স ডে-তে তোমাকে জানাই মন থেকে শুভেচ্ছা।