Fatty liver skin symptoms: ফ্যাটি লিভার রোগ এখন ঘরে ঘরে । অনেকেই এই সমস্যায় ভোগেন। তবে ফ্যাটি লিভার হয়েছে কিনা তা ত্বকের কিছু লক্ষণ দেখেই বোঝা সম্ভব।
1/6ফ্যাটি লিভার রোগ এখন ঘরে ঘরে। অনেকেই এই সমস্যায় ভোগেন। তবে ফ্যাটি লিভার হয়েছে কিনা তা ত্বকের কিছু লক্ষণ দেখেই বোঝা সম্ভব। একনজরে দেখে নেওয়া যাক, কী কী লক্ষণ দেখা যেতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
2/6মুখে ফোলা ফোলাভাব: চোখমুখে ফোলা ফোলা ভাব দেখা দিচ্ছে? ফ্যাটি লিভারের লক্ষণ হতে পারে। লিভারের সমস্যার বাড়লে রক্ত সঞ্চালন কমে যায়। এর ফলে মুখ চোখ ফোলা ফোলা দেখায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
3/6ত্বক কালো হয়ে যাওয়া: ফ্যাটি লিভার হলে ইনসুলিনেও প্রভাব পড়ে। এতে শরীর ঠিকমতো ইনসুলিন ব্যবহার করতে পারে না। এতেই গলার ত্বক ঘন রঙের হয়ে যায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
4/6রোসাসিয়া: রোসাসিয়া ত্বকের একটি বিশেষ অবস্থা। এতে ত্বকের রং লাল হয়ে যায়। এমনকী ত্বকে ছোট লাল শিরার মতো দেখা দিতে পারে। এছাড়া সাদা আঁচিল হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
5/6র্যাশ: লিভারের সমস্যায় ত্বকের আরেকটি লক্ষণ হল র্যাশ। শরীর ঠিকমতো জরুরি উপাদান শোষণ করতে পারে না। এতেই র্যাশের সমস্যা দেখা দেয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
6/6চুলকানি: ফ্যাটি লিভারের আরেকটি বড় সমস্যা হল চুলকানি। সারা শরীর তো বটেই, এমনকী মুখেও চুলকানির সমস্যা দেখা দিতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)