Five most common diseases of India: এই ৫টি সংক্রমক রোগ ভারতে সবচেয়ে বেশি দেখা যায়। তাই আজই সাবধান হওয়া জরুরি। নয়তো যে কোনও সময় বড় বিপদ হতে পারে।
1/6ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে নানারকমের রোগ মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তবে কোন কোন রোগ আমাদের দেশে সবচেয়ে বেশি দেখা যায় জানেন? এই প্রতিবেদনে তারই হদিশ রইল।
2/6ম্যালেরিয়া: ম্যালেরিয়া ভারতের সাধারণ রোগগুলির মধ্যে অন্যতম। দেশের জনসংখ্যার একটি বিপুল অংশ এই রোগে আক্রান্ত হন। এমনকী রোগের প্রকোপে অনেকে মারাও যান। মশাবাহিত এই রোগটির জন্য অনেকেই অকালে প্রাণ হারান। সরকারের তরফে এই রোগ নিয়ে সচেতনতা প্রচার করা হয়।
3/6টিউবারকিউলোসিস: মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস এই রোগের জন্য দায়ী। বাতাসের মাধ্যমে এই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, এই রোগ অতিমাত্রায় সংক্রমিত রোগ। হাঁচি, কাশির মাধ্যমে রোগ সহজেই এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে।
4/6ডায়রিয়া: ভারতের সাধারণ রোগগুলির মধ্যে অন্যতম হল ডায়রিয়া। শিশুদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। কী কারণে হয় এই রোগ। বিশেষজ্ঞদের কথায়, একাধিক ব্যাকটেরিয়া, ভাইরাস ও প্যারাসাইটের জন্য ডায়রিয়া হওয়ার আশঙ্কা থাকে। ডায়রিয়া খুব মারাত্মক আকার নিলে প্রাণসংশয়ের আশঙ্কাও থাকে।
5/6হেপাটাইটিস: লিভারের প্রদাহজনিত সমস্যা হল হেপাটাইটিস। ভারতের যে রোগগুলি সবচেয়ে বেশি দেখা যায়, তার মধ্যে হেপাটাইটিস অন্যতম। এই রোগের তিনটি প্রকার এ,বি ও সি ভারতে সবচেয়ে বেশি দেখা যায়।
6/6কলেরা: ভারতের বিপুল পরিমাণ মানুষ এখনও আক্রান্ত হন কলেরায়। ভিব্রিও কলেরি নামের একটি ব্যাকটেরিয়া থেকে এই রোগ হয়। খাবার ও জলের মাধ্যমে এই ব্যাকটেরিয়া শরীরে পৌঁছায়। এরপর ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দেয়।