বাংলা নিউজ > টুকিটাকি > Food delivery boy turned Engineer: রাতে বাড়ি বাড়ি খাবার দেওয়ার কাজ, সকালে কলেজ, ইঞ্জিনিয়ার হয়ে দেখালেন যুবক
পরবর্তী খবর

Food delivery boy turned Engineer: রাতে বাড়ি বাড়ি খাবার দেওয়ার কাজ, সকালে কলেজ, ইঞ্জিনিয়ার হয়ে দেখালেন যুবক

অন্ধ্রপ্রদেশের যুবকের সাফল্যের গল্প ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হবেন। কিন্তু বহু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল তাঁকে। শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ করেই ছাড়লেন বেঙ্গালুরুর যুবক। 

বেঙ্গালুরুর যুবক শেখ আব্দুল সত্তার। স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হবেন। কিন্তু সেই স্বপ্নপূরণ হওয়ার পথে বেশ কয়েকটি বাধা এসে দাঁড়ায়। তার মধ্যে সবচেয়ে বড় বাধাটি হল অর্থসংকট। 

আব্দুলের বাবা পেশায় ঠিকাকর্মী। কোনও দিনই অর্থনৈতিক অবস্থা ভালো নয় তাঁদের। কিন্তু তবু আব্দুল স্বপ্ন দেখেছেন। স্কুলের গণ্ডি পেরোনোর পরে বেঙ্গালুরুর এক ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন তিনি। কিন্তু অর্থের অভাবে কলেজ মুলতুবি রাখার মতোই অবস্থা হয়েছিল। তখনই আব্দুল সিদ্ধান্ত নেন নিজের পড়াশোনার তো বটেই সংসারের খরচও তুলতে হবে তাকে। তাই শুরু হয় কঠোর পরিশ্রম।

কর্মক্ষেত্র সংক্রান্ত ওয়েবসাইটে নিজের কথা বলতে গিয়ে আব্দুল লিখেছেন, ফুড ডেলিভারি সংস্থার হয়ে কাজ শুরু করেন তিনি। তার আগে একাধিক অ্যাপ-ক্যাব সংস্থার হয়ে গাড়িও চালাতে হয়েছে তাঁকে। সন্ধ্যা ৬টা থেকে শুরু করে সারা রাত কাজ করতে হয় তাঁকে। সকালে বাড়ি ফিরে কোনও রকমে একটু খেয়েই ছুটতেন কলেজে। এভাবেই চলেছে দিনের পর দিন। 

আব্দুল লিখেছেন, প্রথম প্রথম এই কাজ করতে গিয়ে লজ্জা লাগত তাঁর। কিন্তু বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েও অনেক কিছু শিখেছেন বলেও জানিয়েছেন। হালে একটি বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি পেয়ে গিয়েছেন আব্দুল। বেতনের অঙ্কও নাকি খারাপ নয়। জীবনযাপন কি বদলাতে চলেছে?

আব্দুল জানিয়েছেন, এখনই নয়। প্রথমেই তাঁর লক্ষ্য পড়াশোনার খরচ চালাতে গিয়ে যত টাকা ধার হয়েছে, তা শোধ করার। তার পরে হয়তো আর একটু ভালোভাবে বাঁচা। এখনই তার কোনও উদ্যোগ নিচ্ছেন স্বপ্নপূরণ করা এই যুবক। 

Latest News

'পুলিশ এই লাথি মারল ডাক্তারদের মুখ্যমন্ত্রীকে ভরসার উপর', সোচ্চার বিজেপি ‘ইজরায়েলি টাইম মেশিন’ দিয়ে বয়স কমানোর প্রতিশ্রুতি দিয়ে ৩৫ কোটি প্রতারণা দম্পতির সায়ন্তকে ভুলে শুভ্রজিতের গলাতে মালা দিলেন প্রিয়াঙ্কা, আইনি বিয়ে সারলেন নায়িকা স্কুলের বাচ্চাদের নিয়ে পিকনিকে যাচ্ছিল বাস, ঘুমিয়ে গেলেন চালক, মৃত ১, আহত ৫ ভয় পাই না, জামশেদপুর আমাদের হোম গ্রাউন্ডের মতোই; ম্যাচের আগে হুঙ্কার বিনোর রত্নগর্ভাদের ‘আলো’ই আলোকিত করছে কাশী বোস লেনের পুজো, থিমের নেপথ্যে বাংলার ইতিহাস আদালতের বাইরেই মিটমাট! CBFC-র দাবি মেনে ইমার্জেন্সি-তে ১৩টি বদল আনবেন কঙ্গনা শনিবার থেকে শুরু হয়ে যাবে রাজ্য সরকারি কর্মচারিদের ছুটি, টানা ১৬ দিন বন্ধ নবান্ন আরজি করের 'দুর্ঘটনা দুঃখজনক', পুজো উদ্বোধনের মধ্যেই মন্তব্য মুখ্যমন্ত্রীর রোদ-বৃষ্টিতেই প্যান্ডেল হপিংয়ের প্ল্যান? অসুখ থেকে দূরে থাকুন এভাবে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.