খাবার খেতে রেস্তোরাঁয় গিয়ে, কটাক্ষ শুনতে হল ফুড ভ্লগারকে। দোষ একটাই, ক্যামেরা বের করে ওই রেস্তোরাঁর খাবারের রিভিউ দিতে চেয়েছিলেন তিনি। এরপর মালিক এতটাই রেগে গেলেন যে অবাক হয়ে গেল মানুষ। ভাইরালও হল ভিডিয়ো।
মূলত ফুড ভ্লগাররা হোটেল বা কার্ট থেকে কিছু খাওয়ার পরে, সেই খাবারের স্বাদ সম্পর্কে কথা মানুষকে জানায়। এর ভিডিয়ো ও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে। এমন সমস্ত তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে অনেক চ্যানেল ও অ্যাকাউন্ট। এদিন একই পথে হাঁটতে গিয়েছিলেন এক ফুড ভ্লগার। তারপরেই এক দোকানদারের সঙ্গে তাঁর তর্কের ভিডিয়ো ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন: (বায়ুদূষণের কারণে বিগড়ে থাকতে পারে মানসিক স্বাস্থ্যও, বলছে গবেষণা)
কী দেখা গিয়েছে ভাইরাল ভিডিয়োতে
ভিডিয়োতে দেখা গিয়েছে, এক ব্যক্তি খাবারের জন্য হোটেলে পৌঁছে স্প্রিং রোলের দাম জানলেন। দোকানদারও স্প্রিং রোলের দাম বললেন এবং ভ্লগার ৬০ টাকা দিয়ে রোলের অর্ডার দিলেন। দোকানদার টাকা নিয়ে ভ্লগারকে বসতে বললেন কিন্তু ভ্লগার বসতে চান নি। জানান যে 'আমি এখানে দাঁড়িয়ে আছি।'
ভ্লগারের উপর কেন রেগে গেলেন দোকানদার
কিছুক্ষণ পর দোকানদার ভ্লগারকে ডেকে বললেন, ভাই আসুন, অর্ডার রেডি। যখন ভ্লগার রোলটি নিতে পৌঁছোন। তখনই রেগে আগুন হয়ে যান দোকানদার। টাকাটা সরাসরি ফেরত দিয়ে বলেন যে সামনে খাওয়ার আরও জায়গা আছে, সেখানে গিয়ে খান। এরপরেই ভ্লগার জিজ্ঞেস করেন- কেন এমন? ওই ব্যক্তি বললেন, আপনি ক্যামেরা নিয়ে এসেছেন, আমি সব জানি।
এরপর দোকানদার আরও বললেন, ভালো কথা বলে এখান থেকে খাবার নিয়ে যাবেন। রোলটি কেমন তার রিভিউ দেবেন। ভুল-ত্রুটি নিয়ে কথা বলবেন। তাই আপনার মত ব্যক্তিদের থেকে দূরে থাকি। আমার নিজের রেস্তোরাঁ ঠিক আছে, আমি কোনও ফুড ভ্লগার চাই না। এইভাবে, যা ইচ্ছে বলে দোকানদার ওই ভ্লগারকে তাঁর দোকান থেকে বের করে দেন। এই ভিডিয়োই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়োটি দেখুন এখানে
আরও পড়ুন: (দীপাবলির পার্টিতে এর আগে কখন কী পরেছেন ক্যাটরিনা? দেখে নিন এক ঝলকে)
নেটিজেনরা কী বলছেন
একজন লিখেছেন, এইভাবে কিন্তু কারও ব্যবসার ক্ষতি করাও উচিত নয়। আরও একজন লিখেছেন যে ভ্লগারকে অনেক বড় শিক্ষা দেওয়া হয়েছে। একজন লিখেছেন ভাই স্প্রিংরোল চেয়েছেন, আর দোকানদার নিজেরই রোল বানিয়েছেন। অন্য একজন লিখেছেন যে ভ্লগাররা অনেক দোকানের মানহানি করেছেন।