অস্ত্রোপচারের কায়দায় বড় বদল এল এবার। কলকাতার বুকে অত্যাধুনিক রোবটের সাহায্য এবার অস্ত্রোপচার হবে। তার দায়িত্বে রয়েছে দক্ষ ‘দ্য ভিঞ্চি এক্স’ সার্জিক্যাল রোবট। গোটা পাচনতন্ত্রের যেকোনও সমস্যার অস্ত্রোপচারে এবার থেকে এই রোবটই ভরসা। চিকিৎসক ও নার্সদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে রোবট। এছাড়াও, পাচনতন্ত্রের নানা ক্যানসার যেমন কোলন ক্যানসার, অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই গোটা ব্যবস্থাপনাই করা হয়েছে কলকাতার ফর্টিস হাসপাতালে। রোবট দিয়ে অন্ত্র ও পাকস্থলী চিকিৎসার প্রধান দায়িত্বে রয়েছেন চিকিৎসক উদীপ্ত রায়।
(আরও পড়ুন: খাবারে নিজের চুল গুঁজে দিয়ে ফ্রি-তে পেটপুজোর ধান্দা! CCTV ফুটেজে পর্দাফাঁস)
ফর্টিসে জিআই, জেনারেল ও রোবটিক সার্জারির হেড চিকিৎসক উদীপ্ত রায় সংবাদমাদ্যমকে বলেন, এতদিনকার চলতি অস্ত্রোপচার পদ্ধতির থেকে রোবটিক সার্জারি নানা কারণে এগিয়ে রয়েছে। রোবটের সাহায্য অস্ত্রোপচার চিকিৎসকদের জন্যও অনেকটা সুবিধা করে দেবে। এতে আরও সূক্ষ্মভাবে অস্ত্রোপচার করা যায়। যে জায়গায় অস্ত্রোপচার হচ্ছে, তার থ্রিডি ছবি দেখা যায় কম্পিউটারে। পাশাপাশি কাটাছেঁড়াও খুব কম করতে হয়। অস্ত্রোপচারের পর রোগী দ্রুত সুস্থ হয়ে যান । চলতি অস্ত্রোপচারে রক্তক্ষরণ প্রায়ই বেশি হত। যা রোবটিক সার্জারিতে সেভাবে হয় না।
(আরও পড়ুন: ৩৫১ ফুট লম্বা এই পরচুলা নাম তুলল গিনিসে! বানানোর কায়দা জানালেন এই মহিলা)
রোবটিক সার্জারির একগুচ্ছ সুবিধার কথা এই দিন তুলে ধরেন চিকিৎসক উদীপ্ত রায়। তাঁর কথায়, কিছু অপারেশন করার পর দীর্ঘদিন ব্যথায় শয্যাশায়ী হয়ে থাকতে হয়। এই ব্যথা কাটাছেঁড়া ও অপারেশনের কায়দার কারণেই হয়। রোবট দিয়ে অস্ত্রোপচার করলে এই ব্যথা অনেকটাই কম হয়। ফলে বেশি দিন বিছানায় শুয়ে থাকার ব্যাপার নেই। দ্রুত সুস্থ হয়ে রোজকার স্বাভাবিক কাজ করতে পারেন রোগী।
মুখ থেকে পায়ু পর্যন্ত গোটা পাচনতন্ত্রের অনেকগুলি গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে। তার গোটাটার দায়িত্বে থাকছে এই রোবট। এর পাশাপাশি ব্রেস্ট, থাইরয়েড ও ল্যাপারোস্কোপিক সার্জারিতেই সাহায্য করবে এই রোবট। তবে আপাতত পাচনতন্ত্রে সীমিত থাকলেও এর পর বাড়বে অস্ত্রোপচারের ক্ষেত্র। এমনটাই জানালেন হাসপাতালের ফ্যাকাল্টি কর্তৃপক্ষ। যেমন খুব দ্রুত হার্ট, কিডনি ও মূত্রনালির সার্জারির কাজেও এই রোবটই হাত লাগাবে!